দার্জিলিং, কালিম্পং-এ বাড়ছে আক্রান্ত, দক্ষিণবঙ্গের সঙ্গেই পাহাড় কাঁপাচ্ছে করোনা
কোন জেলায় কত করোনা আক্রান্ত, তালিকা একনজরে
লাগামছাড়া করোনার দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল বাংলা। প্রথম ঢেউয়ের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর পরিস্থিতি। হু হু করে বাড়ছে সংক্রমণ। একইসঙ্গে ঊর্ধ্বমুখী মারণ-গ্রাফও। শহর পেরিয়ে গ্রামবাংলার অলিন্দেও হানা দিয়েছে এই অদৃশ্য শত্রু। করোনার করাল প্রভাব প্রত্যেকটি জেলায় যে কমবেশি পড়েছে, তা স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন থেকেই স্পষ্ট। সংক্রমণের সামগ্রিক ছবিটা প্রত্যেকদিন ধরা পড়লেও জেলায় জেলায় ঠিক কেমন, তা অনেক সময় আড়ালেই থেকে যায়।
দেখে নিন আপনার জেলায় করোনা সংক্রমণের ছবিটা ঠিক কেমন…
আলিপুরদুয়ার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮২ জন। সুস্থ হয়েছেন ১১৭ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
কোচবিহার– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৪ জন। সুস্থ হয়েছেন ২৫৮ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দার্জিলিং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮১ জন। সুস্থ হয়েছেন ৬৪৭ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কালিম্পং– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯২ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
জলপাইগুড়ি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫০৬ জন। সুস্থ হয়েছেন ৪১৭ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর দিনাজপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৫৫ জন। সুস্থ হয়েছেন ২৫৮ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
দক্ষিণ দিনাজপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩২ জন। সুস্থ হয়েছেন ১৬৭ জন। গত একদিনে করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
মালদহ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮১ জন। সুস্থ হয়েছেন ১৬২ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে মালদায়।
মুর্শিদাবাদ– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩২ জন। সুস্থ হয়েছেন ৪১৮ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
নদিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৯৬ জন। সুস্থ হয়েছেন ১০১৫ জন। গত একদিনে করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
বীরভূম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৪ জন। সুস্থ হয়েছেন ৫০৩ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পুরুলিয়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৫ জন। সুস্থ হয়েছেন ১৭৯ জন। গত একদিনে করোনায় ২ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
বাঁকুড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৫ জন। সুস্থ হয়েছেন ৫১৩ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
ঝাড়গ্রাম– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৬ জন। সুস্থ হয়েছেন ১৬৩ জন। গত একদিনে করোনায় কোনও মৃত্যু হয়নি এই জেলায়।
পশ্চিম মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮১৩ জন। সুস্থ হয়েছেন ৭৩৬ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পূর্ব মেদিনীপুর– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩৭ জন। সুস্থ হয়েছেন ৮২৩ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পূর্ব বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৪৯ জন। সুস্থ হয়েছেন ৫৯৬ জন। গত একদিনে করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
পশ্চিম বর্ধমান– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৯৯ জন। সুস্থ হয়েছেন ৮১৩ জন। গত একদিনে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হাওড়া– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২৩৬ জন। সুস্থ হয়েছেন ১,১৯১ জন। গত একদিনে করোনায় ১০ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
হুগলি– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২১০ জন। সুস্থ হয়েছেন ১,১৬১ জন। গত একদিনে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
উত্তর ২৪ পরগনা- শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬৭ জন। সুস্থ হয়েছেন ৩,৯৯৮ জন। গত একদিনে করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
দক্ষিণ ২৪ পরগনা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,২২২ জন। সুস্থ হয়েছেন ১,২১৭ জন। গত একদিনে করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
কলকাতা– শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩,২৮০ জন। সুস্থ হয়েছেন ৩,৬৮২ জন। গত একদিনে করোনায় ৪১ জনের মৃত্যু হয়েছে এই জেলায়।
অন্যদিকে, শনিবার সারা রাজ্যের হিসেবে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মৃত্যু হয়েছে ১৫৪ জনের। একই সময়ের মধ্যে করোনা মুক্ত হয়েছেন ১৯ হাজার ২০২ জন।