Durga Puja: শুক্রবার কার্নিভাল, লঞ্চে চেপে ঘাট পরিদর্শনে কলকাতার মেয়র

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "স্থানীয়ভাবে ঘাটগুলি ইতিমধ্যেই দেখা হয়েছে। সবই ঠিক আছে। আমি প্রতিবারই যেমন দেখি, এবারও একবার গঙ্গার দিক থেকে দেখতে চাইছিলাম। গঙ্গার ধার থেকে পরিষ্কার লাগলেও গঙ্গাবক্ষে অবস্থাটা কীরকম সেটাই দেখার ছিল।"

Durga Puja: শুক্রবার কার্নিভাল, লঞ্চে চেপে ঘাট পরিদর্শনে কলকাতার মেয়র
ফিরহাদ হাকিম। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 26, 2023 | 8:20 PM

কলকাতা: জেলায় জেলায় দুর্গা কার্নিভাল চলছে আজ। আগামিকাল শুক্রবার কলকাতায় কার্নিভাল। রেড রোডে এই কার্নিভাল হবে। তারপর প্রতিমা নিরঞ্জন। তার আগে বৃহস্পতিবার কলকাতা পুলিশের বিশেষ লঞ্চে চেপে গঙ্গার ঘাটগুলি ঘুরে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ঘাটগুলির কী অবস্থা, কোনও কাঠামো পড়ে আছে কি না, সবটাই দেখেন তিনি।

তিনদিনের বিসর্জন প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। সেই ঘাটগুলি কতটা পরিচ্ছন্ন করা সম্ভব হয়েছে, প্রত্যেকটি ঘাটে বিসর্জনের পরিকাঠামো কতটা যথোপযুক্ত ছিল, কলকাতা পুলিশের বিশেষ ফেরি বা লঞ্চে নিজেই তা ঘুরে দেখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বাজা কদমতলা ঘাট থেকে শুরু করে নিমতলা ঘাট পর্যন্ত সবক’টি ঘাটের অবস্থা তিনি খতিয়ে দেখেন। সঙ্গে ছিলেন কলকাতা পুকমিশনার বিনোদ কুমার, কাউন্সিলর অসীম বসু এবং পুর-আধিকারিকরা।

ফিরহাদ হাকিম বলেন, “স্থানীয়ভাবে ঘাটগুলি ইতিমধ্যেই দেখা হয়েছে। সবই ঠিক আছে। আমি প্রতিবারই যেমন দেখি, এবারও একবার গঙ্গার দিক থেকে দেখতে চাইছিলাম। গঙ্গার ধার থেকে পরিষ্কার লাগলেও গঙ্গাবক্ষে অবস্থাটা কীরকম সেটাই দেখার ছিল।”

ফিরহাদ জানান, ইতিমধ্যেই কলকাতার ৮০ শতাংশ প্রতিমা ভাসান হয়ে গিয়েছে। ১০০-র কাছাকাছি বিসর্জন বাকি। সুষ্ঠুভাবেই এই নিরঞ্জন হবে বলে আশাবাদী তিনি। ফিরহাদ বলেন, “গঙ্গার জল যাতে কোনওভাবেই দূষিত না হয়, সেটা খেয়াল রেখে বাকি যা করার করতে হবে। গঙ্গার জলে যাতে সীসা কোনওভাবেই মিশতে না পারে সেটাই মূলত চ্যালেঞ্জ থাকে।” প্রতিমার রঙে এই সীসা থাকে। আর তা জলে মিশলে বিপদ। তাই প্রতিমা জলে পড়ার ১০ মিনিটের মধ্যে তুলে নিতে নেওয়ার চেষ্টা করা হয়। ফিরহাদ বলেন, “আমরা চেষ্টা করি ২-৩ মিনিটের মধ্যে প্রতিমা তুলে নেওয়ার।”