Ration Scam: বাকিবুরের মতোই হাওড়ার অভিজিৎ কী রেশন দুর্নীতির অন্যতম ফ্রন্টম্যান?

হাওড়ার ভগবান চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি অভিজিৎ দাসের। এই ঠিকানাতেই একটি সংস্থার নাম নথিভুক্ত রয়েছে। এই সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছিল বলে অভিযোগ। সেই টাকা ওই সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে বলে অভিযোগ। ওই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিজিতের মা। সাধারণ গৃহবধূকে ডিরেক্টর বানিয়ে পিছন থেকে কাজ করতেন অভিজিৎ? উঠছে প্রশ্ন।

Ration Scam: বাকিবুরের মতোই হাওড়ার অভিজিৎ কী রেশন দুর্নীতির অন্যতম ফ্রন্টম্যান?
অভিজিতের বাড়িতে গিয়ে মিলল না খোঁজImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 29, 2023 | 6:59 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতির পর রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেশন দুর্নীতি। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর এই দু্র্নীতি নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসছে। এই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে এর আগে রেশন ডিলার বাকিবুর রহমানকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে উঠে এল নতুন নাম। জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসও কি বাকিবুরের মতোই রেশন দুর্নীতির ফ্রন্টম্যান? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিভিন্ন মহলে। অভিজিতের প্রতিক্রিয়া নিতে টিভি৯ বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছিলেন অভিজিতের পৈতৃক বাড়িতে। কিন্তু সেখানে গিয়ে অভিজিতের দেখা মেলেনি।

হাওড়ার ভগবান চ্যাটার্জি স্ট্রিটে বাড়ি অভিজিৎ দাসের। এই ঠিকানাতেই একটি সংস্থার নাম নথিভুক্ত রয়েছে। এই সংস্থার মাধ্যমে রেশন দুর্নীতির কালো টাকা ঢুকেছিল বলে অভিযোগ। সেই টাকা ওই সংস্থার মাধ্যমে সাদা করা হয়েছে বলে অভিযোগ। ওই সংস্থার ডিরেক্টর ছিলেন অভিজিতের মা। সাধারণ গৃহবধূকে ডিরেক্টর বানিয়ে পিছন থেকে কাজ করতেন অভিজিৎ? উঠছে প্রশ্ন।

অভিজিতের বাড়িতে গিয়ে কলিং বেল বাজালেও কেউ দরজা খোলেননি।। ভিতর থেকে জবাব এসেছে, বাড়িতে নেই অভিজিৎ। তাঁর প্রতিবেশীরা অবশ্য জানিয়েছেন, অভিজিৎ ঠিক কী কাজ করতেন তা তাঁরা জানেন না। তবে বছর পাঁচ আগে আইআরসিটিসি-কে চিনি, দুধ, চা সরবরাহ করতেন। এই বাড়িতেই তা প্যাকেজিং হত বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

বাড়ির কাছেই সম্প্রতি একটি ওষুধের দোকানের ফ্রাঞ্চাইজি নিয়েছেন অভিজিৎ। সেখানে গিয়েও খোঁজ মেলেনি তাঁর। তবে ওষুধের দোকানে অভিজিৎ নিয়মিত আসেন না বলে জানিয়েছেন ওষুধের দোকানের কর্মীরা। ইডি আধিকারিকরা মনে করছেন, রেশন দুর্নীতির অন্যতম ফ্রন্টম্যান অভিজিৎ দাস। কারণ তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিতে জ্যোতিপ্রিয় মল্লিক সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া গিয়েছে। তিনি জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলেও এলাকায় পরিচিত বলে জানা গিয়েছে।