Ration Dealer: এবার ইডির নজরে রেশন ডিলাররা, বাকিবুরকে কমিশন দিতেন কারা?

Bakibur Rahaman: বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি যে সমস্ত তথ্য-নথি হাতে পেয়েছে, তা থেকেই এমন সূত্র মিলেছে বলে ইডি সূত্রে খবর। এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এক সদস্য বিশেষভাবে ইডির স্ক্যানারে।

Ration Dealer: এবার ইডির নজরে রেশন ডিলাররা, বাকিবুরকে কমিশন দিতেন কারা?
বাকিবুর রহমানImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 30, 2023 | 5:23 PM

কলকাতা: এবার ইডির নজরে এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সদস্য। রেশন দোকানের আটা থেকে ৫ টাকা করে কমিশন পেতেন বাকিবুর, তদন্তে এমনই তথ্য হাতে পেয়েছে ইডি। ইডি সূত্রে জানা গিয়েছে, ডিলারদের থেকে এই কমিশন পেতেন তিনি। সেই টাকার সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও সম্পর্ক আছে কি না, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। বাকিবুরকে জেরার রেশ ধরেই গ্রেফতার হন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও।

বাকিবুর রহমানের বাড়িতে তল্লাশি চালিয়ে ইডি যে সমস্ত তথ্য-নথি হাতে পেয়েছে, তা থেকেই এমন সূত্র মিলেছে বলে ইডি সূত্রে খবর। এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখছে ইডি। সূত্রের খবর, এমআর ডিলার অ্যাসোসিয়েশনের এক সদস্য বিশেষভাবে ইডির স্ক্যানারে।

চালকল বা আটাকল থেকে সামগ্রী কেনার পর ডিস্ট্রিবিউটরের মাধ্যমে তা এমআর ডিলার বা রেশন দোকানে পৌঁছয়। রেশনের আটা প্যাকেটে প্রতি কেজিতে বাকিবুর ৫ টাকা করে কমিশন পেতেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, ভুয়ো কোম্পানির হাত ধরে রেশনের কালো টাকা সাদা হয়েছে। ইতিমধ্যেই তদন্তকারীদের নজরে এরকম ১০টি সংস্থা। একের পর এক ভুয়ো কোম্পানি খুলে বিপুল সম্পত্তির লেনদেন হয়েছে বলে ইডি তদন্তে জানতে পেরেছে।