Bakibur Rahaman: ডিস্ট্রিবিউটরদের ২০-৪০ শতাংশ আটা কম দিত বাকিবুরের রাইস মিল, দাবি ইডি-র

ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় কম মাল সরবরাহের কথা স্বীকার করেছেন বাকিবুর। বাকিবুরের সংস্থা এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড সরকারি রেশন ডিস্ট্রিবিউটরদের ২০ থেকে ৪০ শতাংশ খাদ্যশস্য কম সরবরাহ করত। সেই আটা খোলা বাজারে বিক্রি করে দিত বাকিবুরের রাইস মিল। এই ডিস্ট্রিবিউটার সঙ্গে অনেক সময় লেনদেন নগদেও করা হত।

Bakibur Rahaman: ডিস্ট্রিবিউটরদের ২০-৪০ শতাংশ আটা কম দিত বাকিবুরের রাইস মিল, দাবি ইডি-র
গম সরবরাহে জালিয়াতি বাকিবুরের রাইসমিলেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 27, 2023 | 10:48 PM

কলকাতা: রেশন দুর্নীতি মামলায় ইডি-র হাতে আগেই গ্রেফতার হয়েছেন রেশন ডিলার বাকিবুর রহমান। এর পর ম্যারাথন জেরার পর রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তাঁকে জেরা করে রেশন দুর্নীতির বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে ইডি। কিন্তু বাকিবুরকে জেরা করে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে এসেছে ইডি-র হাতে। দুর্নীতির বিভিন্ন নথিও হাতে পেয়েছে বলে ইডির দাবি। ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় বাকিবুর স্বীকার করেছে আটার বস্তায় ২০ থেকে ৪০ শতাংশ মাল ডিস্ট্রিবিউটরদের কম দেওয়ার কথা।

ইডি সূত্রে জানা গিয়েছে, জেরায় কম মাল সরবরাহের কথা স্বীকার করেছেন বাকিবুর। বাকিবুরের সংস্থা এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড সরকারি রেশন ডিস্ট্রিবিউটরদের ২০ থেকে ৪০ শতাংশ খাদ্যশস্য কম সরবরাহ করত। সেই আটা খোলা বাজারে বিক্রি করে দিত বাকিবুরের রাইস মিল। এই ডিস্ট্রিবিউটার সঙ্গে অনেক সময় লেনদেন নগদেও করা হত। সেই লেনদেন সংক্রান্ত নথি বাকিবুরের রাইস মিল থেকে উদ্ধার করেছে ইডি। সেই লেনদেন সংক্রান্ত তথ্যের বিষয়ে বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলেও দাবি করেছে ইডি।

সব মিলিয়ে কয়লা, গরু, নিয়োগ দুর্নীতির পর রেশন দুর্নীতি নিয়ে আলোচনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে। এই দুর্নীতিতে বাকিবুর অন্যতম চরিত্র বলে মনে করছে ইডি। তাই তাঁর থেকে এই দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছেন ইডি অফিসাররা।