শেষ দু’দফার ভোটে রুখতে হবে বোমাবাজি, কড়া নির্দেশ কমিশনের

ষষ্ঠ দফার ভোটে যেভাবে একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে এবং বোমা উদ্ধার হয়েছে, তা রোখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুই দফায়।

শেষ দু'দফার ভোটে রুখতে হবে বোমাবাজি, কড়া নির্দেশ কমিশনের
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 23, 2021 | 8:39 PM

কলকাতা: তৃণমূলের পক্ষ থেকে বার তিনেক আবেদন-নিবেদন করা হলেও নরম হল না নির্বাচন কমিশন। শেষ দু’দফার ভোট কোনও ভাবেই একদিনে করা যাবে না, এ দিন রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে এক বৈঠকে এমনটাই জানানো হয়েছে কমিশনের তরফে। ফলে আগামী ২৬ ও ২৯ এপ্রিল-ই যে শেষ দু’দফার ভোট হতে চলেছে, তা নিয়ে আর কোনও সন্দেহ রইল না। আগের সিদ্ধান্তেই অনড় রইল কমিশন।

আজকের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের দুই পর্যবেক্ষক বিবেক দুবে এবং অজয় নায়েক। বৈঠকে শেষ দুই দফার ভোট পূর্ব নির্ঘণ্ট অনুযায়ীই করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা প্রথম দফা থেকে করা হয়েছিল, তা অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। ফলে পর্যাপ্ত নিরাপত্তার স্বার্থে দু’দফার ভোট একদফায় করা সম্ভব নয়।

পাশাপাশি আরও একটি বিষয় উঠে এসেছে আজকের বৈঠকে। ষষ্ঠ দফার ভোটে যেভাবে একাধিক জায়গায় বোমাবাজির ঘটনা ঘটেছে এবং বোমা উদ্ধার হয়েছে, তা রোখার নির্দেশ দেওয়া হয়েছে আগামী দুই দফায়। নাইট পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে যেভাবে নির্বাচন হয়েছে তাতে দুই পর্যবেক্ষক সন্তুষ্ট। কমিশনকেও সে কথাই জানান তাঁরা।

আরও পড়ুন: বেলগাছিয়ায় অর্জুন সিংয়ের সভায় হামলার অভিযোগ, শূন্যে গুলি চালাল সিআইএসএফ

রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত নিয়ে কখনও বিজেপির দিকে, কখনও বা নির্বাচন কমিশনের আট দফা ভোট করানোর সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ দু’দফার ভোট একসঙ্গে করার আবেদন জানিয়ে গতকাল ফের কমিশনকে চিঠিও দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। তারপরই শুক্রবার রাজ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে একটি বৈঠক করে কমিশনের ফুল বেঞ্চ।

আরও পড়ুন: ভোট না মিটতেই চিন্তায় বামেরা, আব্বাসকে নিয়ে সতর্কতা