Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Entally Police: ফ্ল্যাটের উপরে মদের ফোয়ারা, জোরে-জোরে বাজছিল বক্স, বারণ করতেই এন্টালি থানার পুলিশ বেধড়ক ‘মার’ মদ্যপদের

Entally Police: জানা গিয়েছে, সিআইটি রোডের আনন্দপালিতে একটি ফ্ল্যাটের ছাদের উপর জন্মদিনের পার্টি ছিল শনিবার রাত্রিবেলা। সেই পার্টি উপলক্ষ্যে সন্ধ্যে থেকেই বাজছিল বক্স। তবে রাত বাড়লেও সেই গান বন্ধ না হওয়ায় শেষে ১০০ ডায়াল করে পুলিশে ফোন করেন ফ্ল্যাটের বাকি সদস্যরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এন্টালি থানার পুলিশ কর্মীরা।

Entally Police: ফ্ল্যাটের উপরে মদের ফোয়ারা, জোরে-জোরে বাজছিল বক্স, বারণ করতেই এন্টালি থানার পুলিশ বেধড়ক 'মার' মদ্যপদের
পুলিশকেই মারImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 11:04 AM

কলকাতা: রাত পর্যন্ত জোরে জোরে বাজচ্ছে ডিজে বক্স। এলাকাবাসী একাধিকবার বারণ করলেও তা কানে তোলেননি পিকনিক উদ্যোক্তরা। শেষে তিতিবিরক্ত হয়ে পুলিশকে ফোন করেন সেখানকার বাসিন্দারা। অভিযোগ, পুলিশ আসতে কার্যত তাঁদেরও হেনস্থা করা হয়। মদ্যপ অবস্থায় হাত তোলা হয় তাঁদের গায়ে। খাস কলকাতার এন্টালি থাকা এলাকায় এই ঘটনা ঘটছে জোর চাঞ্চল্য ছড়়িয়েছে এলাকায়।

জানা গিয়েছে, সিআইটি রোডের আনন্দপালিতে একটি ফ্ল্যাটের ছাদের উপর জন্মদিনের পার্টি ছিল শনিবার রাত্রিবেলা। সেই পার্টি উপলক্ষ্যে সন্ধ্যে থেকেই বাজছিল বক্স। তবে রাত বাড়লেও সেই গান বন্ধ না হওয়ায় শেষে ১০০ ডায়াল করে পুলিশে ফোন করেন ফ্ল্যাটের বাকি সদস্যরা। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে আসেন এন্টালি থানার পুলিশ কর্মীরা। পার্টিতে উপস্থিত লোকজনের সঙ্গে বচসা বাধে তাদের। অভিযোগ, মদ্যপ অবস্থায় এক সিভিক ভলান্টিয়র ও এক সার্জেনের গায়ে হাত তোলেন অভিযুক্তরা। বেধড়ক মারধর করা হয় তাঁকে। এই ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন প্রভাত সরকার, বাপি সরকার ও বাপ্পা সরকার। ওই ফ্ল্যাটের এক বাসিন্দা বলেন, “জন্মদিনের অনুষ্ঠানে আমরাও নিমন্ত্রিত ছিলাম। তবে রাত্রিবেলা খেয়ে দেয়ে চলে আসি। একটা পর্যন্ত বক্স বাজচ্ছিল। তারপর তো শুয়ে পড়েছিলাম। হঠাৎ শুনি চিৎকার। দরজা খুলে দেখি পুলিশ এসেছে। এরপর কী হয়েছে বলতে পারব না।”