Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Darjeeling-Purulia: কনকনে শীতে জবুথবু বাংলা! হাড় কাঁপানো ঠান্ডায় দার্জিলিংকে জোর টক্কর পুরুলিয়ার

Darjeeling-Purulia: কনকনে ঠান্ডায় জবুথবু বাঁকুড়া। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু বেড়ে দাঁড়িয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে এই ঠান্ডায় সকাল থেকেই রাস্তা ঘাট কার্যত ফাঁকা।

Follow Us:
| Edited By: | Updated on: Jan 14, 2024 | 1:13 PM

কলকাতা: কনকনে ঠান্ডায় কাঁপছে বাংলা। দার্জিলিংয়ের সঙ্গে টক্কর পুরুলিয়ার। দার্জিলিং, পুরুলিয়া দুই জায়গাতেই তাপমাত্রা ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ১১.২ ডিগ্রির ঠান্ডা দমদমে, আলিপুরে ১২.৯ ডিগ্রিতে পারদ। জানুয়ারির শুরু থেকে বড়সড় পারাপতন দেখতে পাওয়া না গেলেও গত দু’দিন ধরেই কলকাতার পারা ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। হাওয়া অফিস বলছে এই দফায় জাঁকিয়ে শীতের আয়ু আর ২ দিন। তবে বুধ-বৃহস্পতিবার থেকে বদলে যাবে ছবিটা। ঝঞ্ঝার প্রভাবে কমবে ঠান্ডা। ৩ দিন রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার তুলনায় শীতের দাপটে অনান্য জেলাকে টেক্কা দিচ্ছে পুরুলিয়া। রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছাপিয়ে গিয়েছে পুরনো সব রেকর্ডকে।

হাওয়া অফিসের তথ্য সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াসের কথা বললেও জেলার পাহাড়ি এলাকাগুলিতে তাপমাত্রা আরও কম বলে দাবি স্থানীয়দের। সকাল থেকেই জেলার নানা প্রান্তে আগুন পোহাতে দেখা গিয়েছে সাধারণ মানুষকে। শীত কাটাতে ঘন ঘন চায়ে চুমুক দিতেও দেখা গেছে পথচারীদের। তবে স্বস্তির কথা এদিন কুয়াশা খুব বেশি দেখা যায়নি। খানিক একই ছবি বাঁকুড়াতেও।

কনকনে ঠান্ডায় জবুথবু বাঁকুড়া। এদিন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য একটু বেড়ে দাঁড়িয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। কনকনে এই ঠান্ডায় সকাল থেকেই রাস্তা ঘাট কার্যত ফাঁকা। নিতান্ত প্রয়োজনে যারা বাড়ির বাইরে পা রেখেছেন তাঁরাও আপাদমস্তক ঢেকেছেন গরম পোশাকে। ভোরের দিকে কুয়াশার প্রভাব থাকলেও বেলা বাড়তেই সেই কুয়াশার প্রভাব কাটতেই বাড়ছে উত্তুরে হিমেল বাতাসের প্রভাব। প্রবল ঠান্ডা থেকে বাঁচতে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে হাত পা সেঁকে নেওয়ার ছবিও দেখা যাচ্ছে শহর-মফস্বল সর্বত্রই। টানা তিনদিন ধরে বাঁকুড়া জেলায় এই কনকনে শীত স্থায়ী হওয়ায় এই শীত চুটিয়ে উপভোগ করছেন বিভিন্ন পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা।

একই ছবি বীরভূমেও। তবে এদিন সকাল থেকে পুরুলিয়া-বাঁকুড়ার থেকে কুয়াশার দাপট বেশ খানিকটা বেশি এই জেলায়। ঘন কুয়াশার কারণে ১৪ নম্বর জাতীয় সড়কে নলহাটির মহেশপুর গ্রামের কাছে একটি পথ দুর্ঘটনার ঘটনাও ঘটে। ঘটনায় ১ জনের আহত হাওয়ার খবর মিলেছে। ভর্তি করা হয়েছে নলহাটি হাসপাতালে। 

বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
বৈঠকে আইটিসি হোটেলস, আসবে কোনও বিরাট খবর?
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
সামান্য বাড়ল দুই বেঞ্চমার্ক নিফটি-সেনসেক্স, পড়ল জাপানি সূচক নিক্কেই!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
'নির্মম' হায়দরাবাদ ব্যাটিংয়ের বিরুদ্ধে ঋষভ পন্থদের অগ্নিপরীক্ষা!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
বিগ্নেশ থেকে দিগ্বেশ, আইপিএলে ম্যাজিক স্পিনার!
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
সেই মাঠ, যোগ হয়েছে ঈশান কিষাণ, ফায়ারিং স্কোয়াডের সামনে ঋষভ পন্থ?
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
প্রীতি-পন্টিংয়ের মন কেড়ে আইপিএলে শুরুতেই ধামাকা!
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
কোটি-কোটি টাকার বরাত, এবার বিনিয়োগকারীদের মালামাল করবে এই শেয়ার?
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
বাজার তলানিতে, ক্ষ্যাপা ষাঁড়ের মতো দৌড়তে প্রস্তুত এই সংস্থার শেয়ার!
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'তৃণমূল আসার পর বাংলায় RSS-এর শাখার সংখ্যা বেড়েছে ৬ গুন'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'
'গতবছর পশ্চিমবঙ্গের ২২২৭টি কোম্পানি ঠিকানা বদল করেছে'