Letter to Nadda on MGNREGA: ১০০ দিনের কাজ বন্ধ হলে প্রভাব পড়বে লোকসভা ভোটে, নাড্ডাকে চিঠি প্রাক্তন বিজেপি নেতার
Letter to Nadda on MGNREGA: অভিযোগ, রাজনীতির টানাপোড়েনে এই দরিদ্র মানুষেরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে সামসুর রহমান দাবি করেছেন, এই ক্ষেত্রে যাঁরা দুর্নীতিতে যুক্ত, অবিলম্বে তাঁদের শাস্তির ব্যবস্থা করতে হবে।
কলকাতা: ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার। এই দাবিতে আন্দোলন গড়িয়েছে দিল্লি পর্যন্ত। এই দাবি নিয়েই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজভবনের সামনে ধরনায় বসে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই ইস্যুতেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে চিঠি দিলেন দলেরই প্রাক্তন নেতা।রাজ্য বিজেপির সংখ্যলঘু মোর্চার প্রাক্তন সহ সভাপতি সামসুর রহমান ওই চিঠিতে দাবি করেছেন, ১০০ দিনের কাজ বন্ধ হয়ে গেলে তার প্রভাব পড়বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে। সেই সঙ্গে এই প্রকল্পের দুর্নীতির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের শাস্তি দেওয়ার আর্জিও জানিয়েছেন তিনি।
চিঠিতে ওই নেতা দাবি করেছেন, মনরেগা (MGNREGA) প্রকল্প মূলত ১০০ দিনের কাজ বলেই পরিচিত। আর এই কাজে যুক্ত থাকেন বাংলার গ্রামের দরিদ্র মানুষ। তপশিলি জাতি-উপজাতি, ওবিসি বা সংখ্যালঘু সম্প্রদায়ের বহু মানুষ ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করা হয়েছে। তাঁর অভিযোগ, রাজনীতির টানাপোড়েনে এই দরিদ্র মানুষেরাই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে সামসুর রহমান আরও লিখেছেন, “আমরা জানি এই ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তারা শাস্তি পাক, আমরা চাই। বাংলার মানুষ চায় ইডি বা সিবিআই-কে ওই দুর্নীতির তদন্তভার দেওয়া হোক। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক।”
তবে সেই দুর্নীতির জন্য বাংলায় ১০০ দিনের কাজ যাতে বন্ধ না হয়ে যায়, সেই আর্জিই জানিয়েছেন তিনি। তাঁর মতে, এভাবে ১০০ দিনের কাজের ক্ষেত্রে প্রভাব পড়লে বহু মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে, আর তার প্রভাব পড়বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে।
উল্লেখ্য কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে ৫০ লক্ষ চিঠি নিয়ে অভিষেকের নেতৃত্বে দিল্লি গিয়েছিল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী তাঁদের সঙ্গে দেখা না করায়, চিঠি ফিরেছে কলকাতায়। এবার সেই চিঠি নিয়ে রাজভবন অভিযানের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। রাজ্যপাল কলকাতায় না থাকায় বৃহস্পতিবার রাতভর রাজভবনের সামনেই অবস্থান করেন অভিষেক।