Falta: ‘আবাস-রাস্তার সঙ্গে SIR-এর কী সম্পর্ক?’, মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে কমিশনে নালিশ সি মুরুগানের
SIR In WB: বিএলওদের এসআইআরের কাজ খতিয়ে দেখতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল পর্যবেক্ষক সি মুরুগান। বিক্ষোভকারী মহিলারা তৃণমূলের কর্মী সমর্থক হিসাবে পরিচিত। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রোল অবজারবার ফলতা বিডিও অফিসে যান।

কলকাতা: ফলতায় নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন। কেউ ছাতা নিয়ে এসেছেন তেড়ে। কেউ আবার আঙুল উঁচিয়ে স্লোগান দিয়েছেন। ফলতায় পর্যবেক্ষকের সঙ্গে এহেন আচরণে জাতীয় নির্বাচন কমিশনে নিজেই রিপোর্ট পাঠাচ্ছেন মুরুগান। তাঁর বক্তব্য, গ্রামের মহিলারা রাস্তা, বাড়ি, আবাসের টাকা না পাওয়া এই সব নিয়ে প্রশ্ন তোলে বিক্ষোভ দেখান। কিন্তু এসবের সঙ্গে এসআইআর-এর কী সম্পর্ক রয়েছে। এসআইআর-এর সঙ্গে উন্নয়নের কী সম্পর্ক, সে প্রশ্ন তোলেন মুরুগান। মুরুগান রিপোর্টে লিখেছেন, এসআইআর-এ আপত্তি থাকলেও কাজ করেই যাব। বিকালেই রিপোর্ট পাঠাবেন জাতীয় নির্বাচন কমিশনে।
বিএলওদের এসআইআরের কাজ খতিয়ে দেখতে গিয়ে মহিলাদের বিক্ষোভের মুখে পড়লেন নির্বাচন কমিশনের রোল পর্যবেক্ষক সি মুরুগান। বিক্ষোভকারী মহিলারা তৃণমূলের কর্মী সমর্থক হিসাবে পরিচিত। বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ রোল অবজারবার ফলতা বিডিও অফিসে যান। সেখানে বেশ কিছুক্ষণ বয়স্ক ভোটারদের তালিকা যাচাই করে বিডিও শানুর বক্সীকে সঙ্গে নিয়ে সোজা চলে আসেন দেবীপুর গ্রাম পঞ্চায়েতের পায়রাচালি এলাকায়।
৮৫, ৮৬ এবং ৮৭ নম্বর বুথে বয়স্ক ভোটারদের বাড়িতে বাড়িতে ঘুরতে থাকেন। তাঁরা জীবিত না মৃত খতিয়ে দেখেন ভোটারদের বাড়িতে পৌঁছে। তবে অবজারভার ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা তাঁকে লক্ষ্য করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন আবসের বাড়ি পেলেন না, কেন ১০০ দিনের টাকা বন্ধ রাখা হয়েছে, প্রশ্ন তুলে অবজারভারকে লক্ষ্য করে স্লোগান দিতে শুরু করেন মহিলারা। এলাকায় উত্তেজনা ছড়ায়। তারপর সেখান থেকে তিনি ফিরে আসেন। এই ধরনের ঘটনায় অসন্তুষ্ট বিশেষ পর্যবেক্ষক।
