Salt Lake: কেউ দেবে ইট, কেউ দেবে মূর্তি, সল্টলেক জুড়ে রাম মন্দিরের পোস্টার
সল্টলেক স্টেডিয়াম, বাইপাস, বিধাননগর পৌর নিগম এলাকা সহ বিভিন্ন জায়গায় ওই ব্যানার লাগানো হয়েছে। আগামী মার্চ মাসের ২৬ তারিখ রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার।

সল্টলেক: বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে সদ্য। বিতর্কের মুখেও পিছু হটেননি বিধায়ক হুমায়ুন কবীর। আর এবার শহরে পড়ল রাম মন্দিরের পোস্টার। সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণের ব্যানার পড়ল বৃহস্পতিবার। মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিনক্ষণও জানিয়ে দেবেন তিনি। তবে রাজনৈতিক কোনও যোগ যে থাকছে না, তা স্পষ্ট করে দিয়েছেন সঞ্জয়। তাঁর দাবি, গোটা দেশের সনাতনীরা উপস্থিত হবেন ওই মন্দিরের শিলান্যাসে।
সল্টলেক স্টেডিয়াম, বাইপাস, বিধাননগর পৌর নিগম এলাকা সহ বিভিন্ন জায়গায় ওই ব্যানার লাগানো হয়েছে। আগামী মার্চ মাসের ২৬ তারিখ রামনবমীর দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার।
তবে শুধু মন্দির নয়। রাম মন্দিরের পাশাপাশি স্কুল, হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরি হবে বলে দাবি করেছেন ওই ব্যক্তি। জায়গার অভাব হবে না বলেই দাবি তাঁর। তিনি বলেন, অনেকেই জমি দেবেন বলেছেন। জমি আছে। ঠিক সময়ে আমরা জানাব কোথায় হবে। চার বিঘা জমির ওপর মন্দির প্রতিষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
ওই ব্যক্তি এও জানিয়েছেন, কেউ মূর্তি দেবেন, কেউ জমি দেবেন, কেউ অর্থ দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
