বাস ভাড়া কোনও ভাবেই এখন বাড়ানো যাবে না, আবারও জানালেন ফিরহাদ হাকিম

Bus Fare: অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়, বক্তব্য ফিরহাদের।

বাস ভাড়া কোনও ভাবেই এখন বাড়ানো যাবে না, আবারও জানালেন ফিরহাদ হাকিম
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 10, 2021 | 2:37 PM

কলকাতা: আপাতত বাড়ছে না বাসের ভাড়া। আরও একবার স্পষ্ট করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। শনিবার তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর নতুন করে আর্থিক বোঝা চাপানো যাবে না। পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।

শুক্রবার জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন , ভাড়া না বাড়ালে সার্বিক ভাবে বাস পরিষেবা দেওয়া খুবই মুশকিল। এদিন এ নিয়ে বৈঠক ছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের। সিন্ডিকেটের জেলা কমিটির সদস্যরাও ছিলেন বৈঠকে। তাঁদের বক্তব্য, শুধু কয়েক মাস রোড ট্যাক্স মকুব যথেষ্ট নয়, প্রয়োজন ভাড়া বাড়ানোও।

বাস মালিকদের দাবি, রাজ্য সরকারের উচিৎ ভাড়া বাড়ানোর বিষয়টি নিয়ে পুনর্বিবেচনা করা। একইসঙ্গে তাঁরা কিছু প্রস্তাবের কথাও বলেন তাঁরা। যেখানে প্রথমেই উঠে এসেছে, বিকল্প হিসাবে সমস্ত জেলা থেকে বাস মালিকদের ২ লক্ষ টাকা করে ঋণ দিতে হবে। তপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, “আমাদের রাজ্যে ২৩টি জেলায় ২৩টি সমবায় ব্যাঙ্ক আছে। আমরা আজ নতুন একটা প্রস্তাব দিচ্ছি, যে বাস মালিকরা ২০২০ সাল থেকে এখনও অবধি বিমার টাকা দিতে পারেননি বলে গাড়ি দাঁড়িয়ে আছে, তাঁদের সমবায়ের মাধ্যমে ২ লক্ষ টাকা করে অল্প সুদে দেওয়া হোক। একইসঙ্গে সরকার ভাড়া বৃদ্ধি নিয়ে দ্রুত কোনও সিদ্ধান্ত ঘোষণা করুক।”

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় মুখ খোলার খেসারত! বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁকে শোকজ করল বিজেপি

তবে রাজ্য সরকার অতিমারির আবহে এখনই ভাড়া বাড়াতে নারাজ। শনিবার চেতলায় এক কর্মসূচিতে যোগ দিয়ে ফিরহাদ হাকিম বলেন, “অতিমারি চলছে। মানুষের হাতে এমনিই টাকা পয়সা নেই। এই অবস্থায় কোনও ভাবেই ভাড়া বাড়ানো সম্ভব নয়। বাস মালিকদের সাধারণ মানুষের কথা ভাবতে হবে। আমরা জানি পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে বাস মালিকরা সমস্যায় পড়েছেন। আমরা তাঁদের সমস্যার কথা বুঝতে পারছি। কিন্তু বর্তমান সময়ের কথা মাথায় রেখে সাধারণ মানুষের উপরে বাড়তি আর্থিক চাপ দেওয়া যাবে না।”