Weather Update: বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের আশঙ্কা, পিছবে শীতের আগমন?
Weather Update: রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বড়সড় পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। পশ্চিমের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে।
কলকাতা: নিম্নচাপের মেঘটা বঙ্গের আকাশে ঘোরাফেরা করছে ভাইফোঁটার সময় থেকেই। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে (Bay of Bengal) ঘূর্ণিঝড় মিধীলির দাপাদাপি দেখা গিয়েছে। যদিও তাঁর অভিমুখ ছিল বাংলাদেশের দিকে। এরইমধ্যে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Weather Department)। হাওয়া অফিস সূত্রে খবর, ২৭ নভেম্বর নাগাদ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হতে পারে। নিম্নচাপ সৃষ্টি ফের তাপমাত্রার বৃদ্ধি দেখতে পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। সবথেকে বেশি পারা বাড়তে দেখা যেতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী তিনদিন তাপমাত্রার বেশ খানিকটা পতন দেখা গেলেও নিম্নচাপের প্রভাবে ফের তা ঊর্ধ্বমুখী হতে পারে। মৌসব ভবন সূত্রে খবর, এই সপ্তাহে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যেতে পারে। সপ্তাহের একদম শেষে সবথেকে বেশি পারাপতন দেখা যেতে পারে। আগামী ৪ দিন কলকাতার পারা ২২ ডিগ্রি সেলসিসাসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে।
তবে ইতিমধ্যেই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বড়সড় পারাপতন দেখতে পাওয়া গিয়েছে। পশ্চিমের প্রায় সব জেলাতেই তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, সপ্তাহের শেষে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যেতে পারে। যদিও এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫০ থেকে ৮৯ শতাংশের আশেপাশে।