Maheshtala Fire: কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া, ভয়াবহ আগুন মহেশতলায়
Maheshtala: মহেশতলা থানার মণ্ডলপাড়া। ২২ নম্বর ওয়ার্ডের মধ্যে এই এলাকা পড়ে। এলাকার বাসিন্দারা জানান, দুধের প্যাকেট তৈরি হয় এই কারখানায়। সেখানেই সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে। এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে।
কলকাতা: প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন। শুক্রবার মহেশতলার ডাকঘর মোড়ে এই ঘটনা ঘটে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। ঘটনাস্থলে ইতিমধ্যেই দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে। ইঞ্জিন আরও বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর। আগুনের ঘটনায় এক কারখানা শ্রমিক আহত হন বলে খবর। তাঁর নাম নিরঞ্জন নস্কর। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।
Highlights
- মহেশতলা থানার মণ্ডলপাড়া। ২২ নম্বর ওয়ার্ডের মধ্যে এই এলাকা পড়ে। এলাকার বাসিন্দারা জানান, দুধের প্যাকেট তৈরি হয় এই কারখানায়। সেখানেই সকাল সাড়ে ৯টা নাগাদ আগুন লাগে।
- এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু ইঞ্জিন আসতে অনেকটা দেরী করে। তাঁদের অভিযোগ, আগুন সমানে বাড়ছিল। ভয় হচ্ছিল, গোটা এলাকাই না জ্বলে যায়।