সাতসকালে কালো ধোঁয়ায় ঢাকল এলাকা, দাউ দাউ করে জ্বলছে প্লাস্টিকের গোডাউন
গোডাউনে প্রচুর পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন বাগে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের।
কলকাতা: প্লাস্টিকের গোডাউনে আগুন (Fire)। বেহালার (Behala) কালীতলার ঘটনা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে হতাহতের খবর নেই।
মঙ্গলবার সকালে কালীতলা এলাকার একটি প্লাস্টিকের কারখানা থেকে দাউ দাউ করে আগুন বের হতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ। ওই ব্যক্তির চিৎকার শুনে ছুটে আসেন এলাকার লোকজন। প্রাথমিকভাবে তাঁরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে গোডাউনের ভিতরে যেহেতু প্রচুর প্লাস্টিক ছিল তাই মুহূর্তে আগুন বীভৎস আকার নেয়। সঙ্গে প্লাস্টিক পোড়ার বীভৎস গন্ধ।
আরও পড়ুন: কল্যাণকে ‘হুমকি ফোন’, কালীঘাট থানায় অভিযোগ দায়ের
তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু গোডাউনে প্রচুর পরিমাণ দাহ্য বস্তু থাকায় আগুন বাগে আনতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। দেড় থেকে দু’ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়। স্থানীয়রা জানান, গোডাউনটির চারপাশে বাড়ি। বড় বিপদ হতে পারত। তবে কীভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল আধিকারিকরা।