কল্যাণকে ‘হুমকি ফোন’, কালীঘাট থানায় অভিযোগ দায়ের

রাজনৈতিক কোনও প্রতিহিংসা থেকে এমন ঘটনা ঘটল কি না তা খতিয়ে দেখছে পুলিস।

কল্যাণকে 'হুমকি ফোন', কালীঘাট থানায় অভিযোগ দায়ের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Jan 12, 2021 | 10:00 AM

কলকাতা: কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে (Kalyan Banerjee) হুমকি দিয়ে ফোন। কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ। সোমবার সন্ধ্যায় তাঁকে হুমকি দিয়ে একটি ফোন আসে বলে অভিযোগ। এরপরই বিষয়টি পুলিসকে জানান। মোবাইল নম্বরের সূত্র ধরে তদন্ত শুরু করেছে কালীঘাট থানা।

যদিও এই প্রথমবার নয়। এর আগেও তাঁকে ফোনে হুমকি দেওয়ার একাধিকবার অভিযোগ তুলেছেন শ্রীরামপুরের সাংসদ। বছর চারেক আগে কল্যাণের দিল্লির নম্বরে একটি উড়ো ফোন আসে বলে অভিযোগ উঠেছিল। সে সময় লালবাজারে বিষয়টি জানানো হয়। সোমবার সন্ধ্যার ঘটনায় কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন: অপেক্ষার প্রহর গোনা শুরু, দুপুরেই শহরে ঢুকছে করোনার ভ্যাকসিন

ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে রাজ্যে। বাক্যবাণে বিভিন্ন পক্ষ একে অপরকে বিঁধে চলেছে। এ তালিকায় যে সমস্ত নেতারা এগিয়ে, তাঁদের মধ্যে অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে। কখনও তাঁর মুখে শোনা যায় ‘পিষে দেব’, কখনও আবার তিনি সুর চড়ান ‘হাত ভেঙে দেব’ বলে। রাজনৈতিক কোনও প্রতিহিংসা থেকে এমন ঘটনা ঘটল কি না তা খতিয়ে দেখছে পুলিস।