৪টি স্পেশাল টিম নিয়ে প্রস্তুত দমকল, কন্ট্রোল রুমে থাকবেন মন্ত্রী সুজিত বসু

আগামিকাল থেকে খুলে যাচ্ছে দমকলের (Fire Departmenr) কন্ট্রোল রুম (control room)। যে কোনও সমস্যায় কর্মীরা এগিয়ে যাবেন বলে জানালেন মন্ত্রী।

৪টি স্পেশাল টিম নিয়ে প্রস্তুত দমকল, কন্ট্রোল রুমে থাকবেন মন্ত্রী সুজিত বসু
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 24, 2021 | 2:46 PM

কলকাতা: আমফানে ক্ষতি হয়েছে যথেষ্ট। কোথাও কোথাও সেই ক্ষতি পূরণ হয়নি এখনও। তার মধ্যেই আরও এক ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কাঁপছে বাংলা। কোভিড পরিস্থিতির মধ্যেই ‘ইয়াস’ (Cyclone Yaas)-এর মোকাবিলা করতে হবে। তাই রাজ্যের সব বিভাগেই শুরু হয়েছে তৎপরতা। পিছিয়ে নেই দমকলও। গোটা রাজ্যে মোট ৫৪টি স্পেশাল টিম প্রস্তুত রাখা হচ্ছে। আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই তথ্য দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

এ দিন তিনি জানিয়েছে, দফতরে বৈঠক করে ইয়াস মোকাবিলার রূপরেখা তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বৈদ্যুতিক তার জড়ানো গাছ কাটার বিশেষ যন্ত্র কেনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগে এমন কোনও যন্ত্র ছিল না। এবার মোট ৪৫টি সেই মেশিন কেনা হয়েছে। গোটা রাজ্যে কোথায়, কী ভাবে টিম মোতায়েন করা হচ্ছে, সে কথাও এ দিন জানিয়েছেন তিনি। আগামিকাল, মঙ্গলবার থেকে খুলে যাবে কন্ট্রোল রুম। সেখানে নিজে থেকে পরিস্থিতি খতিয়ে দেখবেন মন্ত্রী।

দমকলমন্ত্রী জানিয়েছেন, ডাম্পার, হেভি পাম্প নিয়ে তৈরি আছে টিম। কোথাও জল জমলে তা সরাতে সাহায্য করতে ওই পাম্প। কর্পোরেশন থেকে সাহায্য চাইলেই যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। নিয়োগ করা হবে নোডাল অফিসারও। সব জেলায় যতগুলি ফায়ার স্টেশন আছে, সেগুলি বাদে আরও বেশ কয়েকটি টিম প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কলকাতায় থাকবে ১১টি টিম, উত্তর কলকাতায় থাকবে ৪টি টিম। উত্তর ২৪ পরগনায় রয়েছে মোট ১৮ টি ফায়ার স্টেশন। এর মধ্যে বিধাননগর ও লেক টাউনে বিশেষ টিম রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় অতিরিক্ত তিনটি, দুই মেদিনীপুরে অতিরিক্ত মেদিনীপুরে ১৩ টি, ঝাড়গ্রামে ১ টি, হাওড়ায় ৪টি, হুগলিতে ৬টি টিম প্রস্তত থাকবে।

কন্ট্রোলরুমগুলির নম্বর একনজরে: 

হেড কোয়ার্টার- ২২৫২ ১১৬৫/৬১৬৪/৩১৭০, ২২২৭ ৬৬৬৬

সেন্ট্রল অ্যাভিনিউ: ২২৪১ ৪৫৪৫/২২৪১/৪৬৪৬

বেহালা: ২৪৯৭ ৬২৮৫/ ২৪০৭ ৩৫৩৫

নর্থ বারাকপুর: ২৫৯৩ ৯৭৩৫/২৫৪৯ ১৩৩৭/২০/ ২৫৯৩ ৫৯০০

শ্রীরামপুর: ২৬৬২ ৮০১০/ ২৬৫২ ২৫৫১

হাওড়া: ২৬৬৬ ২৭৩১/ ৮১১১/ ১২১

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে পরিণত ‘ইয়াস’! এখন চলছে এক জায়গায় দাঁড়িয়ে শক্তি বৃদ্ধির প্রক্রিয়া

ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘ইয়াস’। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এটি অবস্থান করছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। অভিমুখের পরিবর্তনের আর কোনও সম্ভাবনা নেই। তবে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন এলাকা চিহ্নিত করে।

♦♦♦ ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬।