Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘সবসময় কাটমানি ভাবলে, পজিটিভিটি নষ্ট হয়’, বিধানসভায় বললেন ফিরহাদ

Firhad Hakim: বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ জানান, 'জনগণনার পরে রাজ্য জুড়ে ওয়ার্ড ভিত্তিক ডিলিমিটেশন করা হবে। রাজ্য নির্বাচন কমিশনকে আমরা সুপারিশ করব এটি করার জন্য।'

Firhad Hakim: 'সবসময় কাটমানি ভাবলে, পজিটিভিটি নষ্ট হয়', বিধানসভায় বললেন ফিরহাদ
ফিরহাদ হাকিম (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 09, 2023 | 8:06 PM

কলকাতা: রাজ্য বিধানসভার (West Bengal Assembly) বাজেট অধিবেশনে বৃহস্পতিবার পুর দফতরের বাজেট আলোচনার জবাবি ভাষণে বক্তব্য রাখেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর সেই সময়েই কাটমানির অভিযোগ নিয়ে মুখ খুললেন ফিরহাদ। বললেন, ‘সবসময় যদি ভাবি কাটমানি, তাহলে পজিটিভিটি নষ্ট হয়। এতে নেগেটিভিটি বাড়ে। আমরাও তো কত কিছু শুনি… আদানি, অগস্ত্য শুনি।’ এর পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলেও এদিন আরও একবার সরব হন রাজ্যের মন্ত্রী। বিধানসভায় তিনি বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে না, তাই রাজ্যে আর্থিক সঙ্কট রয়েছে। সেই কারণে নতুন কোনও পুরসভা করার চিন্তা করা যাচ্ছে না।’ বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ফিরহাদ জানান, ‘জনগণনার পরে রাজ্য জুড়ে ওয়ার্ড ভিত্তিক ডিলিমিটেশন করা হবে। রাজ্য নির্বাচন কমিশনকে আমরা সুপারিশ করব এটি করার জন্য।’

উল্লেখ্য, এর আগে বিরোধী দলগুলি বার বার রাজ্যের শাসক দলকে বিভিন্ন ক্ষেত্রে খোঁচা দিয়েছে কাটমানির ইস্যুতে। সরকারি বিভিন্ন প্রকল্পের কাজের সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে শাসক দল তৃণমূলের নীচু তলার কর্মীদের বিরুদ্ধে কাটমানি তোলার অভিযোগ উঠেছে। এমনকী আবাস যোজনার কাজেও কাটমানির অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। কাটমানির জন্য সাধারণ মানুষজনের উপর জুলুমের অভিযোগও উঠছে অতীতে বিভিন্ন সময়ে। এই সব অভিযোগগুলিকে হাতিয়ার করে বিজেপি, বাম, কংগ্রেস সব বিরোধী দলই বার বার আক্রমণ শানিয়েছে শাসক দল তৃণমূলকে।

এমন এক অবস্থায় এবার বিধানসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে বার্তা দিলেন ফিরহাদ হাকিম। পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর কথায়, সবকিছুতে যদি কাটমানি বলে সন্দেহ করা হয়, তাতে পজিটিভিটি নষ্ট হয় এবং এই ধরনের কথাবার্তায় নেগেটিভিটি বাড়ে। উল্টে, আদানি ইস্যুতেও যে বিভিন্ন কানাঘুষো শোনা যায়, এদিন বিধানসভায় সেই কথাও স্মরণ করিয়ে দেন ফিরহাদ। একই সঙ্গে সরব হলেন কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ নিয়েও।