Kolkata: দেশের মধ্যে বড় নজির কলকাতার, ড্রেনের জলেই ধোয়া যাবে গাড়ি, দেওয়া যাবে গাছেও
Kolkata: গঙ্গার দূষণ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে এই প্রজেক্ট। এমনটাই জানিয়েছেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক, প্রফেসর শীর্ষেন্দু দে। দেশের মধ্যে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

কলকাতা: শহর কলকাতার নিকাশি পরিষেবা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। বর্ষায় রাস্তার বেহাল দশা হয় এই নিকাশি ব্যবস্থার জন্যই। শুধু তাই নয়, বাড়ির বাথরুম বা রান্নাঘরের জল ড্রেন দিয়ে গড়িয়ে সোজা চলে যায় নদীতে। ফলে, জলদূষণ যে বাড়ে, তা বলাই বাহুল্য। খাল-বিলের জল পচে কালো হয়ে যায়। দুর্গন্ধে ভরে যায় এলাকা। এই পরিস্থিতি শহরকে থেকে মুক্ত করতেই এবার অভিনব ব্যবস্থা করতে চলেছে কলকাতা পুরনিগম। বিশেষ প্রযুক্তিতে সেই কাজ করতে সাহায্য করবে খড়গপুর আইআইটি।
বর্তমানে ড্রেনেজ ওয়াটার বা নিকাশির জল খালগুলিতে ফেলে দেওয়ার ব্যবস্থা রয়েছে। ফলে গঙ্গার দূষণের মাত্রা দিনে দিনে বেড়েই চলেছে। সেই পরিস্থিতির মোকাবিলা করতেই আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের সাহায্য নিয়েছে পুরনিগম। বুধবারই সে কথা জানিয়ে দেওয়া হয়েছে পুরনিগমের তরফে।
নতুন ব্যবস্থায় ড্রেনেজ ওয়াটারকে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে একাধিক স্তরে পরিশুদ্ধ করা হবে। তারপর সেই জল গাড়ি ধোয়া, গাছে জল দেওয়ার কাজে ব্যবহার করা হবে। ফলে শহর কলকাতা জুড়ে পানীয় জলের সঙ্কট অনেকটা দূর করা সম্ভব হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের। অন্যদিকে গঙ্গার দূষণ কমানোর ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করবে এই প্রজেক্ট। এমনটাই জানিয়েছেন আইআইটি খড়্গপুরের অধ্যাপক, প্রফেসর শীর্ষেন্দু দে। দেশের মধ্যে প্রথম এই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।
ড্রেনেজ ওয়াটার বা দূষিত জলকে পুনরায় ব্যবহারের জন্য গড়ে তোলার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করবে কলকাতা পুরনিগম। তাই এই প্রজেক্টের পেটেন্ট নিতে চায় কলকাতা পুরনিগম। আগামিদিনে রাজ্যের বিভিন্ন পুরসভার পাশাপাশি দেশের যে সমস্ত পুরসভা এই ধরনের প্রজেক্ট করতে চাইবে, তাদের কলকাতা পুরনিগমের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনুমতি নিয়ে তবেই জয়েন্ট ভেঞ্চারে এই প্রজেক্টটি করা যাবে। তাতে আর্থিক লাভের মুখ দেখবে কলকাতা পুরনিগম।





