Fake Passport: ‘দেশবিরোধী কাজ করে জামিন চাইছে’, পাসপোর্ট মামলায় কড়া মন্তব্য বিচারকের
Fake Passport: শুনানির শুরুতেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন দীপঙ্করের আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন শুনেই এই মন্তব্য করেন বিচারক। অভিযুক্ত দীপঙ্করের জামিনের আবেদন খারিজ করে দিয়ে আবার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি।

কলকাতা: পাসপোর্ট জালিয়াতির মামলায় অভিযুক্তর জামিনের আবেদন শুনে কড়া মন্তব্য বিচারকের। বুধবার আলিপুর আদালতে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় ধৃত অভিযুক্ত দীপঙ্কর দাসের আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের আবেদন শুনেই বিচারক সৌভিক দের মন্তব্য, “দেশবিরোধী কাজ করে জামিন চাইছে। আগে বলুন দেশের জন্য কাজ করতে, তারপর জামিন চাইবে। এসব কাজ করে কিসের জন্য?”
এদিন ১৪ দিনের জেল হেফাজতের শেষে অভিযুক্ত দীপঙ্কর দাসকে আলিপুর আদালতে পেশ করা হয়। লালবাজারের তরফে অভিযুক্তকে ফের জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয়। একইসঙ্গে জেলে গিয়ে জেরা করার আবেদনও করে পুলিশ।
শুনানির শুরুতেই বিচারকের কাছে জামিনের আবেদন করেন দীপঙ্করের আইনজীবী। অভিযুক্তের জামিনের আবেদন শুনেই এই মন্তব্য করেন বিচারক সৌভিক দে। অভিযুক্ত দীপঙ্করের জামিনের আবেদন খারিজ করে দিয়ে আবার জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন তিনি। কতদিন ধরে দীপঙ্কর জেলে রয়েছে তাও আইনজীবীর কাছে জানতে চান। যদিও দিনকয়েক আগে এই মামলাতেই বিচারক এক অভিযুক্তের জামিনের আবেদন মঞ্জুর করেছেন।
দীপঙ্কর দাস বেহালার পর্ণশ্রীর DTP কর্মী। পাসপোর্ট জালিয়াতিতে প্রাক্তন পুলিশকর্মীকেও গ্রেফতার করা হয়েছে। পাসপোর্ট জালিয়াতির পুলিশকর্মীদের জড়িয়ে পড়ার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। তিনি বলেছিলেন, “অর্থের প্রলোভনে পা দিচ্ছেন পুলিশকর্মীরা। আর টাকা ছড়িয়ে মাকড়শার মতো জাল ছড়াচ্ছে জালিয়াতরা। এটা তো একদিক থেকে দেখতে গেলে ইন্টালিজেন্সের ব্যর্থতা।”





