অ্যাপ ডাউনলোডের নামে লক্ষাধিক টাকার প্রতারণা, ফের সক্রিয় জামতাড়া গ্যাং
কেওয়াইসি আপডেটের নামে ফোন করে এই জালিয়াতি।
কলকাতা: অ্যাপ ডাউনলোডের নামে প্রতারণা। কলকাতা পুলিশের জালে জামতাড়া গ্যাংয়ের পাঁচজন। অভিযোগ, কেওয়াইসি আপডেটের নামে এই প্রতারণাচক্র খুলেছিলেন অভিযুক্তরা। এক প্রতারিতের অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। এরপরই গ্রেফতার করা হয় পাঁচজনকে। ধৃতদের নাম রাজু দাস, বিধান দাস, তপন দাস, রঞ্জিত দাস ও বুলেট দাস। পাঁচজনই ঝাড়খণ্ডের বাসিন্দা।
অভিযোগ, এক ব্যাক্তিকে ফোন করে কেওয়াইসি আপডেটের নামে পৌনে ৩ লক্ষ টাকা প্রতারণা করা হয়। প্রতারিতকে একটি অ্যাপ ডাউনলোড করে কোড দিতে বলে প্রতারকরা। প্রবীণ কুমার আগরওয়াল নামে জোড়াবাগান থানা এলাকার ওই ব্যক্তি দেখেন তাঁর শ্যামপুকুর থানা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে প্রায় পৌনে ৩ লক্ষ টাকা তোলা হয়েছে।
আরও পড়ুন: ফের অঙ্গদানে নজির বাংলার, প্রৌঢ়ার অঙ্গে নতুন জীবন চারজনের
এরপরই গত ৯ জানুয়ারি থানায় যান প্রবীণ। লালবাজারের গোয়েন্দা পুলিশ তদন্তভার হাতে নিয়ে পাঁচ জনকে জামতাড়া থেকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ পেয়েই তড়িঘড়ি প্রবীণকুমার আগরওয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি ব্লক করে দেওয়া হয়। না হলে আরও ১ লক্ষ টাকা হাতিয়ে নিতেন অভিযুক্তরা।