Weather Update: অবশেষে নামছে স্বস্তির বৃষ্টি! শুক্রের দুপুরেই সুখবর শোনাল হাওয়া অফিস
Weather Update: প্রবল গরমের হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তবে শুক্রবার দুপুরে অবশেষে হাওয়া বদল। তাপমাত্রাও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।
কলকাতা : প্রবল দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। তাপপ্রবাহ আর রোদের তেজে নাজেহাল অবস্থার মধ্যেই অবশেষে সুখবর শোনাল আবহাওয়া দফতর (Weather Update)। হাওয়া অফিসের পূর্বাভাসে স্বস্তির আশ্বাস। শুক্রবার বিকেল থেকেই বৃষ্টির সম্ভাবনা কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রাও গত কয়েকদিনের তুলনায় কমবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। দুপুর থেকেই সেই আঁচ পাচ্ছে শহরবাসী। গত কয়েকদিন ধরে দুপুর ১২ টার পর কার্যত বাড়ি থেকেই বেরতে পারছিলেন না সাধারণ মানুষ। তবে শুক্রবারের আকাশ অন্য কথা বলছে। দুপুর থেকেই রোদের তেজ কমেছে। ঝোড়ো হাওয়াও বলছে কোথাও কোথাও। বিকেলেই বিক্ষিপ্তভাবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহবিদরা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, তাপমাত্রা কমবে কিছুটা। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৯ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি। গত সপ্তাহ থেকেই তাপমাত্রা ব্যাপক হারে বাড়তে শুরু করেছিল। বৃষ্টির কোনও আশা দেখাতে পারছিল না আবহাওয়া দফতর। তবে এবার হাওয়া বদলাতে শুরু করেছে। সূত্রের খবর, পশ্চিমি ঝঞ্ঝার কারণেই বৃষ্টি নামার সম্ভাবনা তৈরি হয়েছে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। আগামী তিন-চারদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব ভারত জুড়ে। তবে পূর্ব ভারতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বলে জানা গিয়েছে। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, কোঙ্কন, গোয়া ও অন্ধ্র প্রদেশের উপকূলবর্তী এলাকায় তাপপ্রবাহ জারি থাকবে। মধ্য ভারতেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন আসবে না আগামী দুই দিনে।
জানা যাচ্ছে, আপাতত ইতি তাপপ্রবাহে। রবি থেকে মঙ্গল, রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতর জানিয়েছে, কিছু জেলায় আজ থেকেই বৃষ্টি নামার আশা। মার্চে গরম থেকে রেহাই দিয়েছিল একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। এ বারও ত্রাতা তেমনই একটি ঝঞ্ঝা। মেঘ-বৃষ্টির হাত ধরে ৩-৫ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, আশ্বাস হাওয়া অফিসের। কলকাতার তাপমাত্রা নেমে যেতে পারে ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসে।