Kaustav Bagchi: CISF নিরাপত্তা দেবে কৌস্তভ বাগচীকে, নির্দেশ বিচারপতি মান্থার

CISF: গত ৩ মার্চের ঘটনা। অভিযোগ, মধ্যরাতে আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে কোনওরকম নোটিস ছাড়াই হানা দেয় পুলিশ। ৪ মার্চ সকালে কৌস্তভকে গ্রেফতার করা হয়। যদিও পরে জামিন পান তিনি।

Kaustav Bagchi: CISF নিরাপত্তা দেবে কৌস্তভ বাগচীকে, নির্দেশ বিচারপতি মান্থার
কৌস্তভ বাগচীকে সিআইএসএফ নিরাপত্তার নির্দেশ হাইকোর্টের।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 1:24 PM

কলকাতা: কৌস্তভ বাগচীর বাড়িতে এক মাস নিরাপত্তা দেবে সিআইএসএফ (CISF)। শুক্রবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এই নির্দেশ দেন। তবে এক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীকে থাকার ব্যবস্থা নিয়ে সমস্যা দূর করতে হবে আবেদনকারীকে। বিচারপতি মান্থার নির্দেশ, এক মাসের জন্য আপাতত এই নিরাপত্তা দেবে বাহিনী। তবে বিচারপতির পর্যবেক্ষণ, তবে কতদিন, কতজন জওয়ান এই নিরাপত্তা দেবেন, সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত বাহিনীই নেবে।

কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর নিরাপত্তা সংক্রান্ত একটি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ নিয়ে আদালতে যান তিনি। গত ৩ মার্চ মধ্যরাতে আইনজীবী কৌস্তভ বাগচীর বাড়িতে কোনওরকম নোটিস ছাড়াই পুলিশ হানা দেয়। ৪ মার্চ সকালে কৌস্তভকে গ্রেফতারও করা হয়। যদিও এর আট ঘণ্টার মধ্যে জামিনও পান তিনি।

এরপরই আদালতের দ্বারস্থ হন কৌস্তভ। তাঁর বিরুদ্ধে চলা পুলিশি তদন্তে স্থগিতাদেশের পাশাপাশি আদালতের অনুমতি ছাড়া কোনও থানা কৌস্তভের বিরুদ্ধে পদক্ষেপ করতে পারবে না বলেও নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা। তবে গত মার্চে এই পুলিশের অতি সক্রিয়তা সংক্রান্ত মামলায় কেন্দ্রের তরফে বলা হয়েছিল, সিআরপিএফ-নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

যদিও এদিন মামলাকারী আদালতে জানান, বিরোধী রাজনীতি করার কারণে শাসকদলের বিরাগভাজন তিনি। তাই তাঁর উপর হামলার আশঙ্কা থাকছে। এরপরই শুক্রবার বিচারপতি মান্থা নির্দেশ দেন, একমাস সিআইএসএফ নিরাপত্তা দেবে কৌস্তভ বাগচীকে। আগামী ১১ মে এই মামলার পরবর্তী শুনানি হবে।