Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধবাবু, সাড়া দিচ্ছেন চিকিৎসায়

Buddhadeb Bhattacharjee: শনিবার যখন বুদ্ধবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন তাঁর শারীরিক অবস্থা যথেষ্ট উদ্বেগে রেখেছিল চিকিৎসকদের। তবে লড়াকু যোদ্ধার মতো লড়াই করে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Buddhadeb Bhattacharjee: ভাল আছেন বুদ্ধবাবু, সাড়া দিচ্ছেন চিকিৎসায়
বুদ্ধদেব ভট্টাচার্যImage Credit source: facebook
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2023 | 10:16 AM

কলকাতা: বাইপ্যাপ সাপোর্টেই রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee), তবে অবস্থা স্থিতিশীল। মঙ্গলবার সকালে মেডিক্যাল বোর্ডের সদস্যরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যপরীক্ষা করবেন। নতুন করে কোনও পরীক্ষা করানোর প্রয়োজন আছে কি না তাও জানাবেন চিকিৎসকরা। বুদ্ধবাবুকে এখনই সঙ্কটমুক্ত বলছে না মেডিক্যাল বোর্ড। তবে সাড়া দিচ্ছেন চিকিৎসায়। রাতে রাইলস টিউব দিয়ে খাওয়ানো হয়েছে তাঁকে। সোমবারই তাঁর বুকের সিটি স্ক্যান করা হয়। সে রিপোর্ট সন্তোষজনক। যে অ্যান্টিবায়োটিক তাঁকে দেওয়া হচ্ছিল তা যে কাজে লাগছে, তাও বোঝা গিয়েছে।

এখন বুদ্ধবাবুর আচ্ছন্নভাব পুরোপুরি কেটে গিয়েছে। গ্লাসগো স্কেলে সচেতনতার মাত্রা ১৫। ধরা গলায় কথাও বলছেন বুদ্ধবাবু। মনের ভাব প্রকাশ করতে পারছেন। ফিজিওথেরাপি‌ শুরু হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বুকের মধ্যে জমে থাকা কফ তোলার প্রক্রিয়াও শুরু হয়েছে। ফিজিওথেরাপি, রেসপিরেটরি মাসলের শক্তি ফেরানোয় জোর দিচ্ছেন চিকিৎসকরা।

এখন বাইপ্যাপে প্রতি মিনিটে ২ লিটার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সাতদিন পর রক্তপরীক্ষার উপরে অ্যান্টিবায়োটিকের ডোজ় নির্ভর করবে। তবে এখনই মুখের মাধ্যমে খাবার নয়। রাইলস টিউবের মাধ্যমেই দেওয়া হবে খাবার। গত শনিবার শ্বাসকষ্ট নিয়ে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। ভর্তির সময় তাঁর শারীরিক অবস্থা যথেষ্টই সঙ্কটজনক ছিল। সে কারণে প্রথমে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হলেও পরে সেখান থেকে ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়।

তবে সোমবার আবারও নন-ইনভেসিভ ভেন্টিলর সাপোর্টে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এখন তাঁর রক্তচাপ নর্মাল, পালস রেটও নর্মাল। তবে স্টেরয়েড দেওয়ার কারণে প্রথমে সুগার কিছু বেড়েছিল। তবে তা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে। মোটের উপর ভাল হচ্ছে তাঁর শারীরিক অবস্থা। তবে তিনি পুরোপুরি সঙ্কটমুক্ত কি না তা এখনই বলছে না তাঁর চিকিৎসায় তৈরি হওয়া বিশেষ মেডিক্যাল বোর্ড। হাসপাতালের তরফে সকালের মেডিক্যাল বুলেটিন সামনে এলে বোঝা যাবে এখন তাঁর অবস্থা কীরকম।