Abhishek Banerjee-Governor: দিল্লিতে বার্তা পৌঁছে দিলেন বোস, ধন্যবাদ অভিষেকের

Abhishek Banerjee-Governor: রাজভবনের উপস্থিত জব কার্ড হোল্ডাররা সোমবার তাদের কার্ড রাজ্যপালের পায়ের কাছে রেখে বিচারের দাবি জানান। এই সাক্ষাতের পর ফের রাজ্যপাল দিল্লি গিয়েছেন। এরপরই মেইল এসেছে অভিষেকের কাছে।

Abhishek Banerjee-Governor: দিল্লিতে বার্তা পৌঁছে দিলেন বোস, ধন্যবাদ অভিষেকের
রাজ্যপালকে ধন্যবাদ অভিষেকেরImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2023 | 2:31 PM

কলকাতা: দু’দিন ধরে দিল্লিতে অবস্থান ও প্রায় পাঁচদিন ধরে কলকাতায় ধরনা দেওয়ার পর অবশেষে তৃণমূলের বার্তা পৌঁছল দিল্লিতে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইমেইল করে সে কথা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সোমবারই রাজ্যপালের সঙ্গে দেখা করেন অভিষেক সহ তৃণমূলের প্রতিনিধি দল। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন জব কার্ড হোল্ডার, যাঁরা প্রাপ্য টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে বার্তা পৌঁছে দিলেন বোস। রাজ্যপাল ইমেইল মারফত সে কথা জানানোর পরই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক। এক্স মাধ্যমে সেই ইমেইল পোস্টও করেছেন অভিষেক।

রাজ্যপালের জন্য অপেক্ষায় রাজভবনের সামনে ধরনায় বসেছিলেন অভিষেক। রাজ্যপাল না ফিরলে তিনি মঞ্চ ছাড়িবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। অবশেষে সোমবার তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পায় তৃণমূলের প্রতিনিধি দল। প্রায় ২০ মিনিট ভিতরে ছিলেন তাঁরা। তৃণমূলের দাবি ছিল, ১০০ দিনের কাজের টাকা থেকে যে লক্ষ লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছেন, সেই বার্তা দিল্লিতে পৌঁছে দিতে হবে। জানা গিয়েছে, রাজভবনের উপস্থিত জব কার্ড হোল্ডাররা তাদের কার্ড রাজ্যপালের পায়ের কাছে রেখে বিচারের দাবি জানান। এই সাক্ষাতের পর ফের রাজ্যপাল দিল্লি গিয়েছেন। সেখান থেকেই মেইল করে তিনি জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারকে ওই দাবি জানানো হয়েছে।

মেইল পাওয়ার পর রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে এক্স মাধ্যমে পোস্ট করেছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘দ্রুততা সঙ্গে বাংলার মানুষের কথা দিল্লিতে জানানোর জন্য ধন্যবাদ।’ মোট ২১ লক্ষ মানুষ ১০০ দিনের কাজের টাকা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ। সেই সব মানুষের কাছ থেকে ২০ লক্ষ চিঠি নিয়ে দিল্লিতে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। সেখানে দেখা না হওয়ায়, তাঁরা রাজ্যপালের মাধ্যমে ওই বার্তা পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন।