Haridevpur-accident: বেহালার পর এবার হরিদেবপুর, স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত শিশু

Behala Accident: রাস্তায় সেসময়ে উল্টোদিক থেকে আসছিল একটি ট্যাক্সি। আচমকাই সামনে চলে আসায়, ওই ট্যাক্সির চালকও কোনওমতে গতি নিয়ন্ত্রণ করেন। তবুও ধাক্কা লেগে ছিটকে পড়ে ছাত্রটি। তার চোখে মুখ কেটে গিয়েছে। রক্ত বেরোচ্ছিল।

Haridevpur-accident:  বেহালার পর এবার হরিদেবপুর,  স্কুলে যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় আহত শিশু
ট্যাক্সি উদ্ধার Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2023 | 1:20 PM

কলকাতা: পথ দুর্ঘটনায় বেহালার বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল সরকারের মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বাংলা। তার মধ্যেই বেহালা চৌরাস্তার পর আবারও পথ দুর্ঘটনার কবলে স্কুল ছাত্র। এবার ঘটনাস্থল হরিদেবপুরের কালীতলা বলাকা। এবারও দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র। আহত ওই ছাত্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে এই ছাত্রও তাঁর পরিবারের সদস্যের সঙ্গে স্কুলে যাচ্ছিল। ওই ছাত্র শ্রী সত্য বাল বিহাল স্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। স্কুলে সামনে চলে আসায় ওই ছাত্র আচমকাই হাত ছাড়িয়ে দৌড় দেয়। অভিভাবকও সে সময়ে কিছু বুঝে উঠতে পারেননি।

রাস্তায় সেসময়ে উল্টোদিক থেকে আসছিল একটি ট্যাক্সি। আচমকাই সামনে চলে আসায়, ওই ট্যাক্সির চালকও কোনওমতে গতি নিয়ন্ত্রণ করেন। তবুও ধাক্কা লেগে ছিটকে পড়ে ছাত্রটি। তার চোখে মুখ কেটে গিয়েছে। রক্ত বেরোচ্ছিল।

স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাচ্চাটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যায়। তারপর সেখান থেকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

গত শুক্রবারই বেহালার চৌরাস্তার একটি পথ দুর্ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দেয়। বাবার সঙ্গেই পরীক্ষা দিতে যাচ্ছিল বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৌরনীল। অটো থেকে নেমে রাস্তা পার হতে যাচ্ছিল। স্কুলের সামনেই উল্টো দিক থেকে আসা একটি লরির চাকায় পিষ্ট হয়ে যায় সৌরনীলের শরীর। গুরুতর আহত হন তার বাবা। তাঁরও দু’পা ভেঙে গিয়েছে, মানসিকভাবেও ভীষণ বিধ্বস্ত। তিনি বর্তমানে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, তিনি স্থিতিশীল নন, তাই এখনও অস্ত্রোপচার করা যাবে না। তারই মধ্যেই আবারও পথ দুর্ঘটনায় আহত আরেক দ্বিতীয় শ্রেণির ছাত্র।