Dengue: ডেঙ্গির ‘মরসুম’, প্লেটলেট নিয়ে আগাম নির্দেশিকা স্বাস্থ্যভবনের

Dengue: প্রতি বছর পুজোর আগে বর্ষার শেষবেলা থেকে মাথা চাড়া দিতে শুরু করে ডেঙ্গি। ডেঙ্গি হলে সবথেকে বিপদজনক হয় প্লেটলেট নেমে যাওয়ার বিষয়টি। হু হু করে নামতে থাকে তা।

Dengue: ডেঙ্গির 'মরসুম', প্লেটলেট নিয়ে আগাম নির্দেশিকা স্বাস্থ্যভবনের
ডেঙ্গি নিয়ে সতর্ক প্রশাসন।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2023 | 5:35 PM

কলকাতা: বর্ষার মরসুমে ফি বছর ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা যায় কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায়। গত বছর ভয়ঙ্কর রূপ নিয়েছিল মশাবাহিত এই রোগ। এবার আগেভাগেই সতর্ক স্বাস্থ্য দফতর। ডেঙ্গি মোকাবিলায় প্লেটলেট ব্যবহারে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছে তারা। প্লেটলেট অপচয় রোধে জারি করা হয়েছে নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর রক্তক্ষরণ হচ্ছে না এরকম ক্ষেত্রে ১০ হাজারে নীচে নামলেই প্লেটলেট প্রদান করা হবে। রক্তক্ষরণ হচ্ছে না, এমন রোগীর কাউন্ট ১০-২০ হাজারের মধ্যে থাকলে প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই বলে উল্লেখ রয়েছে ওই নির্দেশিকায়। কোন ব্লাড ব্যাঙ্ক থেকে কোন রক্তকেন্দ্র পাবে প্লেটলেট, তাও নির্দিষ্ট করা হয়েছে নির্দেশিকায়।

প্রতি বছর পুজোর আগে বর্ষার শেষবেলা থেকে মাথা চাড়া দিতে শুরু করে ডেঙ্গি। ডেঙ্গি হলে সবথেকে বিপজ্জনক হয় প্লেটলেট নেমে যাওয়ার বিষয়টি। হু হু করে নামতে থাকে তা। প্লেটলেট কম থাকার কারণে মৃত্যু পর্যন্ত হয়। এই পরিস্থিতিতে প্লেটলেট পাওয়াটাও একটা সমস্যা হয়ে পড়ে।

ইতিমধ্যেই পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। বাংলাদেশে খারাপ হচ্ছে ডেঙ্গির চিত্র। এদিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশ বাংলাদেশ সীমান্ত এলাকায়। একটি দু’টি ধরে ডেঙ্গি কেস আসতে শুরু করেছে বলে স্বাস্থ্যভবন সূত্রে খবর। এই পরিস্থিতিতে প্লেটলেটের অপচয় যাতে না হয়, তা নিয়ে গোড়া থেকেই সতর্ক স্বাস্থ্যভবন।