Abhishek Banerjee: ‘কোম্পানির ডিরেক্টর থেকে সিইও হয়েছেন, ডকুমেন্টস দিতেই হবে’, অভিষেককে বলল হাইকোর্ট

Abhishek Banerjee: অভিষেক মনু সিংভি এদিন আদালতে সওয়াল করেন, আদালতের উচিত সবার বক্তব্য শুনে রক্ষাকবচ দেওয়া। এখানে অভিষেকের স্বাধীনতা নষ্ট হয়েছে।

Abhishek Banerjee: 'কোম্পানির ডিরেক্টর থেকে সিইও হয়েছেন, ডকুমেন্টস দিতেই হবে', অভিষেককে বলল হাইকোর্ট
ডিভিশন বেঞ্চে মামলা অভিষেকেরImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 05, 2023 | 4:43 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার নাম জড়িয়ে যাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে। ৩ অক্টোবর তলব করা হলেও হাজিরা এড়িয়ে যান তিনি। এবার অভিষেকের করা মামলায় ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, নথি দিতেই হবে সাংসদকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন, ১০ অক্টোবরের মধ্যে দিতে হবে নথি। ১২ অক্টোবরের মধ্যে ইডি সেই নথি খতিয়ে দেখবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে, তাঁকে সমন পাঠিয়ে ফের ডাকা হবে কি না। আর সমন পাঠালে অভিষেককে ৪৮ ঘণ্টার মধ্যেই যেতে হবে বলেও দাবি করেছে ইডি। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার শেষ হল সেই মামলার শুনানি। রায়দান স্থগিত রাখা হয়েছে।

অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি এদিন আদালতে সওয়াল করেন, আদালতের উচিত সবার বক্তব্য শুনে রক্ষাকবচ দেওয়া। এখানে অভিষেকের স্বাধীনতা নষ্ট হয়েছে। বিচারপতি সৌমেন সেন তাঁকে বলেন, “উনি হঠাৎ করে আকাশ থেকে পড়েননি। আপনার মক্কেল দুবছরে কোম্পানির ডিরেক্টর থেকে সিইও হয়েছেন। ফলে ডকুমেন্টস তাঁকে দিতে হবে।”

সিংভি জানান, যে যে নথি লাগবে তা দিয়ে দেওয়া হবে। কোনগুলো প্রয়োজন, তা জানাতে বলেন তিনি। তবে সিঙ্গল বেঞ্চ যে তদন্তের নির্দেশ দিয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিংভি। তাঁকে পাল্টা প্রশ্নে বিচারপতি সেন বলেন, “আদালত যদি দেখে যে ক্ষমতা থাকা সত্ত্বেও একটি স্বাধীন তদন্তকারী সংস্থা শুধুমাত্র দক্ষতা নেই বলে ক্ষমতার ব্যবহার করছে না তাহলে কি হস্তক্ষেপ করতে পারে না?”