Kolkata Weather: তুমুল বৃষ্টি উত্তর কলকাতায়, এক ঘণ্টায় জমল হাঁটু সমান জল
West Bengal Weather Update: এ দিকে শনিবার দুপুর নাগাদ স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা। মূলত উত্তর কলকাতাতেই এই বৃষ্টির দাপট দেখতে পাওয়া গিয়েছে।

কলকাতা: গত কয়েক সপ্তাহে নিম্নচাপের জেরে কিছুটা বৃষ্টি জুটেছে দক্ষিণবঙ্গের ভাগ্যে। পরিস্থিতি একটু হলেও ঠান্ডা হয়েছে। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ায় সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না খুব বেশিক্ষণ। এ দিকে শনিবার দুপুর নাগাদ স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা। মূলত উত্তর কলকাতাতেই এই বৃষ্টির দাপট দেখতে পাওয়া গিয়েছে।
এ দিকে, শনিবার বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে কলকাতার আকাশের মুখ একটু-একটু করে ভার হতে শুরু করে। আবহাওয়া অফিস সূত্রে খবর, দুপুর ২টো থেকে ৩টের মধ্যে মাত্র এক ঘণ্টায় ৬৬ মিমি বৃষ্টি হয়েছে শুধু মানিকতলায়। তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে দক্ষিণ কলকাতায়। আরও জানা যাচ্ছে বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার, মোমিনপুরে বৃষ্টির পরিমাণ ১ মিলিমিটার।

কলকাতায় জমল জল(নিজস্ব ছবি)
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্তমানে মৌসুমি অক্ষরেখা হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। ফলে উত্তরবঙ্গে বেশি বৃষ্টি হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে সেখানে। দক্ষিণবঙ্গেও বৃষ্টি হবে, তবে বিক্ষিপ্ত। দিনের তাপমাত্রা বাড়তে পারে। বাড়বে ভ্যাপসা গরমও।

কলকাতায় জমল জল(নিজস্ব ছবি)
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৯ অগস্ট ও ৩০ অগস্ট অর্থাৎ সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। শনিবার থেকেই শুরু হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। রবিবারও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত বঙ্গোপসাগরের ওপরে কোনও তৈরি হয়নি। তাই কলকাতা বা তার আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হবে না, বরং বাড়বে গরম। আগামী ৪-৫ দিনে দক্ষিণের তাপমাত্রা বাড়বে কিছুটা। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি থাকবে ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে।





