High Court on ED: রুদ্ধদ্বার শুনানির পর নিয়োগ-মামলায় মিথিলেশকেই ফেরালেন বিচারপতি সিনহা
High Court on ED: মিথিলেশ মিশ্রকে কোর্টে তলব করেছিলেন বিচারপতি সিনহা। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুধুমাত্র নিয়োগ মামলা থেকেই তাঁকে অপরাসরণ করা হয়নি, নির্দেশ ছিল, এ রাজ্যে কোনও মামলাতেই তদন্ত করতে পারবেন না তিনি।
কলকাতা: ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংক্রান্ত তদন্তের রিপোর্ট দেখে অসন্তুষ্ট হয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দায়িত্ব থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক মিথিলেশ মিশ্রকে সরানোর নির্দেশও দিয়েছিলেন তিনি। এবার সেই আধিকারিককেই আবারও ওই দায়িত্বে ফেরালেন বিচারপতি সিনহা। ২০২২ সাল থেকে নিয়োগ মামলার তদন্তের দায়িত্বে ছিলেন মিথিলেশ কুমার মিশ্র। তাঁর অধীনে তদন্ত চলাকালীন গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, বিধায়ক মানিক ভট্টাচার্য সহ একাধিক অভিযুক্ত। শুক্রবার তাঁকে তদন্তে পুনর্বহাব করল আদালত।
নিয়োগ মামলায় ‘লিপস অ্যান্ড বাউন্ডস’ সংস্থা সম্পর্কিত রিপোর্ট চেয়েছিলেন বিচারপতি। সেই রিপোর্ট দেখতে গিয়ে বেশ কিছু খামতি চোখে পড়ে। সংস্থার সঙ্গে সম্পর্ক রয়েছে, এমন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। তদন্তের গতি নিয়েও প্রশ্ন উঠেছিল। অফিসার মিথিলেশ মিশ্রকে সেই সময় কোর্টে তলব করেছিলেন বিচারপতি সিনহা। তাঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে শুধুমাত্র নিয়োগ মামলা থেকেই তাঁকে অপরাসরণ করা হয়নি, নির্দেশ ছিল, এ রাজ্যে কোনও মামলাতেই তদন্ত করতে পারবেন না তিনি।
মামলার ওই পরবর্তী অংশের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ইডি ফের আদালতের দ্বারস্থ হয়। আজ, শুক্রবার সেই মামলার শুনানি ছিল। ইডি-র আর্জি শোনার পর ইডি-র ডিরেক্টরের সঙ্গে কথা বলতে চান বিচারপতি সিনহা। তবে সেই শুনানি হয় রুদ্ধদ্বারে। ভার্চুয়ালি ডিরেক্টরের সঙ্গে কথা বলেন বিচারপতি। এরপরই নির্দেশ দেওয়া হয়েছে যে মিথিলেশ মিশ্র ফের নিয়োগ দুর্নীতির তদন্ত করতে পারবেন।