Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hilsa Fish: BSF-কে দেখেই ছুট পাচারকারীদের, বাংলাদেশ থেকে পাচারের আগেই বাজেয়াপ্ত প্রায় দেড় লাখ টাকার ইলিশ

Hilsa Fish: বাংলাদেশ থেকে মাছের এই বিশাল চালান ভারতে আনার চেষ্টা করছিল চোরাচালানকারীরা। মুর্শিদাবাদের সীমান্ত পোস্ট দয়ারামপুর এলাকায় চোরাচালানকারীদের আটকায় বিএসএফ। কিন্তু, বিএসএফকে দেখে পালায় চোরাচালানকারীরা।

Hilsa Fish: BSF-কে দেখেই ছুট পাচারকারীদের, বাংলাদেশ থেকে পাচারের আগেই বাজেয়াপ্ত প্রায় দেড় লাখ টাকার ইলিশ
১১৮ কেজি পদ্মার ইলিশ উদ্ধার।Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 9:45 PM

কলকাতা: দিঘা, কাকদ্বীপের ইলিশ (Hilsa Fish) বাজার গরম করলেও অনেকেই মুখিয়ে থাকেন পদ্মার ইলিশের জন্য। কিন্তু, মৎস্য ব্যবসায়ীরা বলছেন, বর্ষার শুরু থেকেই বাংলাদেশ থেকে ভারতে বেশি মাত্রায় ইলিশ আসছে না। যেটুকু আসছে, তা পর্যাপ্ত নয় বলেই আগেই এরাজ্যের মৎস্য ব্যবসায়ীরা দাবি করেছেন। এই টানাপোড়েনের মধ্যেই এবার বাংলাদেশ সীমান্ত থেকে ১১৮ কেজি বড় ইলিশ মাছ উদ্ধার করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। যার মোট বাজার মূল্য ১,৪১,৬০০ টাকা।

অভিযোগ, বাংলাদেশ থেকে মাছের এই বিশাল চালান ভারতে আনার চেষ্টা করছিল চোরাচালানকারীরা। মুর্শিদাবাদের সীমান্ত পোস্ট দয়ারামপুর এলাকায় চোরাচালানকারীদের আটকায় বিএসএফ। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, জওয়ানরা দেখেন বাংলাদেশের দিক থেকে কিছু চোরাকারবারি তাদের পিঠে ব্যাগ নিয়ে পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করছে। দূর থেকেই তাঁদের সতর্ক করেন বিএসএফ জওয়ানরা। জওয়ানদের সতর্কবার্তা শুনে চোরাকারবারিরা ভয় পেয়ে ব্যাগগুলি নদীতে ফেলেই বাংলাদেশের দিকে ছুটে পালিয়ে যায় যায়। 

ওই জায়গায় গিয়ে ব্যাগগুলি উদ্ধার করেন বিএসএফের জওয়ানরা। তল্লাশি শুরু করলেই ১১৮ কেজি ইলিশ মাছ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ওই এলাকায়। অন্যদিকে দিঘায় আবার ইলিশের নামে বিক্রি হচ্ছে নকল ইলিশ। বাজার ছেয়ে গিয়েছে খয়রা মাছে। সেই মাছই বিকোচ্ছে ১৫০০ থেকে ১৮০০ টাকা কিলো দরে। যদিও ইতিমধ্যেই অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সতর্ক হয়েছে প্রশাসন। সতর্ক হয়েছে মৎস্য ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনও।