Congress in WB: ‘আরও বড় সর্বনাশ অপেক্ষা করছে’, কংগ্রেস নেতৃত্বকে ‘আত্মসমালোচনার’ পাঠ কৌস্তভের
Congress in WB: প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের থাকা নিয়ে বরাবরই আপত্তি রয়েছে কৌস্তভের। একাধিকবার দেগেছেন তোপ। এদিনও তাঁর মুখে সেই একই কথা। এবার ধূপগুড়ির ফলাফল নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষবাণ শানিয়েছেন কৌস্তভ।
কলকাতা: কয়েকদিন আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। জল্পনা, দল বিরোধী অবস্থান নেওয়ার কারণেই কৌস্তভ বাগচীর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস (Congress)। এবার ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল সামনে আসতেই সেই কৌস্তভই একহাত নিলেন দলীয় নেতৃত্বকে। দিলেন ‘আত্মসমালোচনার’ পরামর্শ। “এরপরেও যদি আমরা না বুঝি তাহলে আরও বড় সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে।” ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল সামনে এ ভাষাতেই কংগ্রেস নেতৃত্বকে নিশানা করেছেন কৌস্তভ।
প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের থাকা নিয়ে বরাবরই আপত্তি রয়েছে কৌস্তভের। একাধিকবার দেগেছেন তোপ। এদিনও তাঁর মুখে সেই একই কথা। বলেন, ‘আমরা এখানেই যতই বলি দিল্লিতে কী হচ্ছে, বেঙ্গালুরুতে কী হচ্ছে তা দেখার দরকার নেই, পশ্চিমবঙ্গে আমরা তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। সেটাই দেখুন। এই বিষয়টা মানুষ প্রত্যাখ্যান করছে। কারণ, আমরা এখানে কাউকে চোর বলব, মুম্বইতে গিয়ে সাধু বলব, এটা তো চলতে পারে না। মানুষ যে এই ন্যারেটিভটা নিচ্ছে না তা ধূপগুড়ির ফলাফল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।”
প্রসঙ্গত, ধূপগুড়ি উপ নির্বাচনে ৪৩০৯ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এই আসন আগে ছিল বিজেপির দখলে। বিজেপি প্রার্থীকে ৪ হাজারের বেশি ভোটে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী। এদিকে এখানে জোট বেঁধে লড়েছিল বাম কংগ্রেস। কংগ্রেসের সমর্থনে প্রার্থী দিয়েছিল সিপিএম। সেই সিপিএমের দখলে গিয়েছে ১৩৫৭৮ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৯৩৩০৪ ভোট। তৃণমূল পেয়েছে ৯৭৬১৩ ভোট।
এই ফলাফল নিয়েই সোশ্যাল মিডিয়ায় কটাক্ষবাণ শানিয়েছেন কৌস্তভ। লিখেছেন, ‘কলকাতায় চোর, মুম্বইতে সাধু, ফলাফল = ধূপগুড়ি। যাইহোক সমুদ্র জিতেছে। পুকুর হারলে ক্ষতি কী!’ এখানেই শেষ নয়। দলীয় নেতৃত্বকে খানিক পরামর্শ দেওয়ার ভঙ্গিতেই তিনি বলেন, “সাগরদিঘিতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছিলাম। আমরা মানুষের আস্থা ফিরে পাচ্ছিলাম। কিন্তু, ভ্রান্ত রাজনীতির চক্করে পড়ে, চোর-জোচ্চরদের পাল্লায় পড়ে আজ এই অবস্থা। আমি বারবার বলি অসৎ সঙ্গে সর্বনাশ হবে। এই অসৎ সঙ্গের বিষয়টা যদি দলীয় নেতৃত্ব এখনও না বোঝে তাহলে বলতে হয় ধূপগুড়ির এই ছোট নির্বাচনে মানুষ আমাদের ভুলটা চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেওয়ার চেষ্টা করল। এরপরও যদি আমরা না বুঝি তাহলে আরও বড় সর্বনাশ আমাদের জন্য অপেক্ষা করছে।”