Health Department: নির্মূল হওয়ার পরও কীভাবে বাংলায় কালাজ্বরে মৃত্যু? WHO’র প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য

Health Department: কালা এবং আজর, এই দুই হিন্দি শব্দের সন্ধি করেই তৈরি হয়েছে কালাজ্বর। কালা শব্দের অর্থ কালো। আজর শব্দের অর্থ রোগ। কালাজ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে কালচে ধরনের ভাব দেখা যায়। তাই থেকেই এই নামের উৎপত্তি।

Health Department: নির্মূল হওয়ার পরও কীভাবে বাংলায় কালাজ্বরে মৃত্যু? WHO'র প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য
স্বাস্থ্য ভবনImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 9:27 PM

কলকাতা: কালাজ্বরে আক্রান্ত হাওড়ার বাসিন্দার মৃত্যুতে বাড়ছে উদ্বেগ। অবধেশ পাসোয়ানের মৃত্যুতে বিড়ম্বনায় স্বাস্থ্য ভবন। স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনে চিকিৎসাধীন ছিলেন অবধেশ। সূত্রের খবর, হাওড়া কালাজ্বরের এনডেমিকায় তালিকায় নেই। রাজ্যের ১২০ ব্লক কালাজ্বরের জন্য এনডেমিক। এই তালিকায় নেই হাওড়া। নতুন এলাকায় কী ভাবে কালাজ্বর? এ বিষয়ে WHO’র প্রশ্নের মুখে পড়তে পারে রাজ্য স্বাস্থ্য দফতর। এমনই মত ওয়াকিবহাল মহলের। 

কালাজ্বর কী?

কালা এবং আজর, এই দুই হিন্দি শব্দের সন্ধি করেই তৈরি হয়েছে কালাজ্বর। কালা শব্দের অর্থ কালো। আজর শব্দের অর্থ রোগ। কালাজ্বরে আক্রান্ত ব্যক্তির শরীরে কালচে ধরনের ভাব দেখা যায়। তাই থেকেই এই নামের উৎপত্তি। লিসমেনিয়া গোত্রের প্রোটোজোয়া নামের এক পরজীবী বাহিত রোগ এটি। স্ত্রী বেলেমাছির দ্বারাই এই রোগ ছড়ায়। এই জ্বরের কবলে পড়লে মাঝেমধ্যেই আসে জ্বর। খিদে কমে যায়। ওজনও হু হু করে কমতে থাকে। 

ভারতে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশের মোট ৫৪টি জেলা কালাজ্বর প্রবণ এলাকা হিসাবে চিহ্নিত। এখন থেকে দুই দশক আগে ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের (এনভিবিডিসিপি) কালাজ্বর নির্মূল কর্মসূচি শুরু করেছিল দেশে। বাংলার ১১টি জেলার ১২০টি ব্লক এই প্রকল্পের অধীনে রয়েছে। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের পক্ষে সম্ভব না হলেও বাংলা এ কাজে একশো শতাংশ সাফল্য পেয়েছিল। কিন্তু, কালাজ্বর নির্মূলের লক্ষ্যমাত্রায় পৌঁছেও নন এনডেমিক জেলা অর্থাৎ কালাজ্বরের অস্তিত্ব ছিল না এমন জেলায় কালাজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু কী ভাবে ঘটল, সেটাই বিশ্বের দরবারে স্বাস্থ্য দফতরের মাথাব্যথার কারণ।