Dilip Ghosh: ‘আমার কাছে এখনও কোনও চিঠি আসেনি’, কেন্দ্রীয় নেতৃত্বের সংযত-বার্তা প্রসঙ্গে বললেন দিলীপ
Dilip Ghosh: আটটা রাজ্যের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। এ ব্যাপারে তিনি বলেন, "আমাকে দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন সত্যি। তবে সত্যি তাঁরা চিঠি লিখেছেন কি না আপনারা জানেন।"
কলকাতা: সংযত হওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব। তাতে কী! দিলীপ রয়েছেন দিলীপেই। প্রমাণ করলেন আরও একবার। ইকোপার্কে ঠিক সকাল সাড়ে পাঁচটায় ‘এন্ট্রি’। বেরিয়ে প্রতিদিনের মতো বুধবারও ফুরফুরে মেজাজে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের উত্তর দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের বক্তব্য, “কীসের সেন্সর? আমি দলের চিঠি পাইনি। মিডিয়া আমাকে একটা চিঠি দেখিয়েছে।” বিশ্লেষকরা বলছেন, এই কথার মাধ্যমে চিঠির বৈধতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন দিলীপ ঘোষ।
দলীয় কর্মীদের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না, দল বিড়ম্বনায় পড়ছে? সাংবাদিকদের তরফে এই প্রশ্ন করা হয়েছিল তাঁকে। এই প্রশ্নের জবাবে পাল্টা তিনি বলেন, “আমি জানি না এ ধরনের চিঠি মিডিয়াতে কী করে আসে। এটা মিডিয়ার ব্যাপার না। সংগঠনের ব্যাপার। চিন্তার ব্যাপার আছে এর মধ্যে আমার কিছু করার নেই। যাঁরা এ ধরনের খবর প্রচার করছেন, তাঁরা উত্তর দিতে পারবেন।” চিঠি পাওয়ার কথা স্বীকার করেননি দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমি এখনও চিঠি পাইনি। এটা পার্টির ব্যাপার। যাঁরা চিঠি লিখেছেন, তাঁরা জানেন মিডিয়ার মাধ্যমে আমাকে খবর দেওয়া হবে কি না।”
আটটা রাজ্যের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। এ ব্যাপারে তিনি বলেন, “আমাকে দায়িত্ব দিয়েছেন, কাজ দিয়েছেন সত্যি। তবে সত্যি তাঁরা চিঠি লিখেছেন কি না আপনারা জানেন।”
প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে দলের আট রাজ্যের বুথভিত্তিক সংগঠন মজবুত করার দায়িত্ব দেওয়া হয়েছে। উল্লেখ্য এই তালিকায় নাম নেই বাংলার। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে বঙ্গ রাজনীতিতে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি চিঠি প্রকাশ্যে এসেছে, যেটি পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে। দলের প্রতি তাঁর অবদানের কথা স্বীকার করা হলেও, এটা বলা হয়েছে, তাঁর কিছু মন্তব্য বিজেপির রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বকে অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে। এই পরিস্থিতিতে দিলীপ ঘোষকে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলার সময় আরও সংযত থাকার নির্দেশ দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।