EXPLAINED: কোথায় ‘হারিয়ে’ যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা? কেন কমছে সংখ্যা?
EXPLAINED: ২০১৭ সালের একটি নিয়ম। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম। শুধু কি এগুলো এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ার কারণ? কী বলছেন শিক্ষাবিদরা? কী যুক্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের? পড়ুন টিভি৯ বাংলার বিশেষ প্রতিবেদন...

কলকাতা: রেগুলার ভিত্তিতে এবছরই উচ্চমাধ্যমিকের শেষ পরীক্ষা। ২০২৬ সাল থেকে উচ্চমাধ্যমিক হবে সেমেস্টার পদ্ধতিতে। সোমবার (৩ মার্চ) থেকে শুরু হয়েছে এবারের উচ্চমাধ্যমিক। চলবে ১৮ মার্চ পর্যন্ত। কিন্তু, পরীক্ষার্থীর সংখ্যা চমকে দেওয়ার মতো। মাত্র ৫ লক্ষ ৯ হাজারের মতো পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক দিচ্ছে। এক বছর আগেই যে সংখ্যাটা ছিল ৭ লক্ষ ৯০ হাজারের মতো। ফলে গতবারের থেকে এবার প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক দিচ্ছে। উচ্চমাধ্যমিকে এত কম পরীক্ষার্থী হওয়ার কারণ কী? বাংলায় কি পড়াশোনা করতে অনাগ্রহী পড়ুয়ারা? কী বলছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ? কী বলছেন শিক্ষাবিদরা? উচ্চমাধ্যমিকে এবার কম পরীক্ষার্থী নিয়ে কী যুক্তি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের? বাংলা বোর্ডে পড়ার আগ্রহ কমছে কি না,...





