DA Protest: অভিষেকের সভার সময় মাইক বন্ধের অভিযোগ নাকচ ডিএ আন্দোলনকারীদের

DA Protest: মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিল সেনাবাহিনীও। তবে যেভাবে সভাস্থল ঘিরে দেওয়া হয়েছে, তাতে জয় হয়েছে বলেই মনে করছেন যৌথমঞ্চের সদস্যরা।

DA Protest: অভিষেকের সভার সময় মাইক বন্ধের অভিযোগ নাকচ ডিএ আন্দোলনকারীদের
শহিদ মিনারে ডিএ-র ধরনা মঞ্চ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 29, 2023 | 1:58 PM

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)  নির্দেশের পরই তৈরি হয়েছে ব্যারিকেড। শহিদ মিনার চত্বরে তৃণমূলের ছাত্র ও যুব সংগঠনের সভাস্থল ও ডিএ-র দাবিতে আন্দোলনকারীদের ধরনা মঞ্চের মাঝে টিনের ব্যারিকেড বসানো হয়েছে মঙ্গলবার বিকেলেই। বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। সভার অনুমতি দেওয়া হলেও একাধিক শর্ত দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই শর্ত অনুযায়ী, সব ব্যবস্থা করা হচ্ছে সভাস্থলে। মঙ্গলবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেছেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিল সেনাবাহিনীও। তবে যেভাবে সভাস্থল ঘিরে দেওয়া হয়েছে, তাতে জয় হয়েছে বলেই মনে করছেন যৌথমঞ্চের সদস্যরা।

  1. যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “সরকারি কর্মীদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনার সময় মাইক বন্ধ রাখার অনুরোধ পুলিশের। তবে আন্দোলনকারীরা সেই অনুরোধ নাকচ করেছে। আমরা হাইকোর্টের নির্দেশিকা পালন করে চলব। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। নিত্যদিনের মতোই আমাদের মাইক বাজবে।”
  2. আগামিকাল ধর্না মঞ্চে বিকল্প বাজেট পেশ। বাজেট পেশ করবেন নীলোৎপল বসু। মঞ্চে থাকতে পারেন সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য, মহম্মদ সেলিম।
  3. যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, “অতীতকে ফিরিয়ে এনেছি আমরা। সেই কারণে ডার্ক চকোলেট, ফলের রস খেয়ে ধরনা দিচ্ছি। এ রাজ্যের কার্মচারীদের কাছ থেকেও কেউ অনুপ্রেরণা নিচ্ছেন তা বোঝা যাচ্ছে। ১৪ তলা ছেড়ে সরকারি কর্মচারিদের কাছ থেকে কেউ অনুপ্রেরণা নিয়ে রাস্তায় নেমেছেন ধরনা দিতে।”
  4. এ দিনের সভাস্থলে মোট আটটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। অযাচিত কেউ যেন প্রবেশ করতে না পারেন তার কারণেই এই লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
  5. সেইমতো আজ ফলের রস, ডার্ক চকোলেট খেয়ে গণ অনশন ধরনা মঞ্চে। তবে জল পান করবেন না তাঁরা।
  6. ৪২ দিন ধরে লাগাতার অনশন করছিলেন ডিএ আন্দোলনকারীরা। একের পর এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়ায় শেষমেশ অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তাঁরা। তবে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে, প্রয়োজনে ফের তাঁরা অনশনে বসতে পারেন।
  7. পরে সেই মাইক খুলে দেওয়া হয়েছে। তবে আন্দোলনকারীদের দাবি, যে ভাবে মুখ বেঁধে তৃণমূলকে সভা করার অনুমতি দেওয়া হয়েছে, তাতে তাঁদের জয় হয়েছে বলেই মনে করছেন।
  8. ডিএ ধরনা মঞ্চের কাছে কেন তৃণমূল ছাত্র পরিষদের সভার মাইক লাগানো হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
  9. একদিকে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রীয় তদন্ত সংস্থার বিরুদ্ধে বাড়বাড়ন্তের অভিযোগ-সহ একাধিক দাবিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর অস্থায়ী ব্যারিকেডের আর এক প্রান্তে সরকারি কর্মচারীদের অবস্থান মঞ্চ।
  10. মিনার বরাবর সরলরেখায় দাঁড় করানো টিনের ব্যারিকেডের অস্থায়ী সীমানা তৈরি করা হয়েছে
  11. মঙ্গলবার বিকেল থেকেই কার্যত সরগরম ছিল শহিদ মিনার চত্ত্বর।