ISC, ICSE Exam Date 2023: ISC, ICSE পরীক্ষার দিনক্ষণ ঘোষণা, কবে থেকে পরীক্ষা রইল বিস্তারিত
Exam: আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে মে ২০২৩য়ে।
নয়াদিল্লি: ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন বা আইসিএসসি (ICSC 2023) দশম শ্রেণির পরীক্ষার দিন ঘোষণা করা হল। পরীক্ষা শুরু হবে ২৭ ফেব্রুয়ারি থেকে, পরীক্ষা শেষ হবে ২৯ মার্চ। অন্যদিকে ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট বা আইএসসির (ISC) পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরীক্ষা। চলবে ৩১ মার্চ পর্যন্ত। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন তাদের ওয়েবসাইটে দিনক্ষণ ঘোষণা করেছে।
আইএসসি বোর্ডের পরীক্ষা বেলা ২টো থেকে শুরু হবে। বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। অন্যদিকে আইসিএসসির ক্ষেত্রে ইংরাজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র ও কমার্শিয়াল স্টাডিজের পরীক্ষা শুরু হবে ১১টা থেকে। ১১টা থেকেই হবে অঙ্ক, ইতিহাস, ভূগোল, এনভায়রনমেন্টাল স্টাডিজের পরীক্ষা। অঙ্কের ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা আড়াই ঘণ্টা। বাকি পরীক্ষা ২ ঘণ্টা।
আইসিএসসি দশম ও আইএসসি দ্বাদশের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে মে ২০২৩য়ে। CISC-র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এই সূচি দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
ICSE দশমের সূচি
২৭ ফেব্রুয়ারি সোমবার: English Language – ENGLISH Paper 1
১ মার্চ বুধবার: Literature in English – ENGLISH Paper 2
৩ মার্চ শুক্রবার: Commercial Studies (Group II Elective)
৬ মার্চ সোমবার: History & Civics – H.C.G. Paper 1
১০ মার্চ শুক্রবার: Mathematics
১৩ মার্চ সোমবার: Geography – H.C.G Paper 2
১৭ মার্চ শুক্রবার: Physics – SCIENCE Paper 1
২০ মার্চ সোমবার: Chemistry – SCIENCE Paper 2
২১ মার্চ মঙ্গলবার: Economics (Group II Elective)
২৪ মার্চ শুক্রবার: French / Sanskrit (Group II Elective)
২৭ মার্চ সোমবার: Hindi
২৯ মার্চ বুধবার: Biology – SCIENCE Paper 3