JU Student Death: ভাইরাল চিঠি তাঁরই লেখা, পুলিশি জেরায় স্বীকার দীপশেখরের: সূত্র

JU: ৯ অগস্ট হস্টেল থেকে পড়ে যায় বাংলার ছাত্র। ১০ অগস্ট ভোরে মারা যায় সে। ঘটনার চারদিন পর রবিবার সামনে আসে একটি চিঠি। নিহত ছাত্রের ডায়েরির পাতায় তা লেখা। প্রেরকের জায়গায় নিহত ছাত্রের সই।

JU Student Death: ভাইরাল চিঠি তাঁরই লেখা, পুলিশি জেরায় স্বীকার দীপশেখরের: সূত্র
যাদবপুরের ছাত্রমৃত্যু।Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 6:27 PM

কলকাতা: যাদবপুরে ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে ভাইরাল হওয়া চিঠি। ৯ তারিখ রাত সাড়ে ১১টা নাগাদ যাদবপুরের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে যায় বিএ প্রথম বর্ষের ছাত্র। পরদিন ভোরে হাসপাতালে মারা যায় সে। তারই ডায়েরির পাতায় লেখা এক পাতার একটি চিঠি ঘিরে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছেন তদন্তকারীরা। এবার সেই সন্দেহই বোধহয় সত্যির পথে মোড় নিচ্ছে। ঘটনায় এক প্রাক্তনী ও দুই ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। দীপশেখর দত্ত নামে এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সে অর্থনীতির ছাত্র। সূত্রের খবর, ভাইরাল চিঠি সেই দীপশেখরের লেখা বলেই তদন্তে জানতে পেরেছে পুলিশ। এমনকী দীপশেখর পুলিশের কাছে স্বীকারও করেছে এটা তাঁরই লেখা বলেই পুলিশ সূত্রে খবর।

৯ অগস্ট হস্টেল থেকে পড়ে যায় বাংলার ছাত্র। ১০ অগস্ট ভোরে মারা যায় সে। ঘটনার চারদিন পর রবিবার সামনে আসে একটি চিঠি। নিহত ছাত্রের ডায়েরির পাতায় তা লেখা। প্রেরকের জায়গায় নিহত ছাত্রের সই। চিঠিতে এক সিনিয়র দাদার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। যদিও চিঠির লেখা ছেলের নয় বলে প্রথম থেকেই দাবি করেছিলেন নিহতের বাবা। সূত্রের খবর, দীপশেখর পুলিশি জেরায় স্বীকার করেছেন এই চিঠি তিনি লিখেছেন। তবে এর সত্যতাও খতিয়ে দেখা হচ্ছে।

একইসঙ্গে ধৃত দীপশেখর, সৌরভ ও মনোতোষের মোবাইল ফোনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, একটি ভিডিয়ো ফুটেজের কথা শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত সেই ফুটেজ পুলিশ পায়নি। তাহলে সেই ভিডিয়ো কি ডিলিট করে দেওয়া হল? পুলিশি ভাষায়, তথ্যপ্রমাণ লোপাট হল? এমনও সূত্রের দাবি, তিন ধৃতের মোবাইল ফোন পাঠানো হতে পারে ফরেন্সিক ল্যাবে।