Mamata Banerjee: অভিষেকের ডাকে দিল্লিতে ছাত্র-যুবরা আন্দোলনে নামলে পাশে থাকবেন, জানিয়ে দিলেন মমতা

Abhishek Banerjee: কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাওয়ার ডাক দেন অভিষেক। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বলেন, ভারতবর্ষের সঙ্গে লড়ার ক্ষমতা কারও নেই। নেত্রীর অনুমতি নিয়েই ঘোষণা করেন, ১০০ দিনের কাজে টাকা আদায়ে দিল্লি যাবেন তিনি।

Mamata Banerjee: অভিষেকের ডাকে দিল্লিতে ছাত্র-যুবরা আন্দোলনে নামলে পাশে থাকবেন, জানিয়ে দিলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 14, 2023 | 7:20 PM

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দিল্লি যাওয়ার ডাক দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সেই কর্মসূচিতে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। সেদিন বাংলার মানুষকে নিয়ে দিল্লি যাওয়ার ডাক দিয়েছেন অভিষেক। কৃষিভবনের বাইরে অবস্থানে বসতে চলেছেন তাঁরা। সোমবার বেহালায় এক কর্মসূচিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “২ অক্টোবর যদি ছাত্র যুব আন্দোলন করে, আমি তাদের পাশে নিশ্চই থাকব।”

কেন্দ্রের বকেয়া আদায়ের দাবিতে দিল্লি যাওয়ার ডাক দেন অভিষেক। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বলেন, ভারতবর্ষের সঙ্গে লড়ার ক্ষমতা কারও নেই। নেত্রীর অনুমতি নিয়েই ঘোষণা করেন, ১০০ দিনের কাজে টাকা আদায়ে দিল্লি যাবেন তিনি। বলেছিলেন, “দিল্লির বুক থেকে টাকা আদায় করে আনব।”

সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “১০০ দিনের কাজে ৭ হাজার কোটি টাকা দেয়নি। আমরা আগে সেলস ট্যাক্স তুলতাম। তুমি যে আমার টাকা নিয়ে যাচ্ছ, আমার টাকা আমায় দাও। সেই টাকা দিচ্ছে না। আমরা কেন্দ্রের থেকে ১.১৫ লক্ষ হাজার কোটি টাকা পাই। আর কতবার বলতে হবে? আমরা ভিক্ষা চাই না। কিন্তু আমরা জানি আন্দোলন কী করতে হয়। ২ অক্টোবর যদি ছাত্র যুব আন্দোলন করে, আমি তাদের পাশে থাকব নিশ্চয়। আমরা নিজেদের রাজকোষ থেকে ২৮ দিনের কাজ দিয়েছি। একশো দিনের কাজ ওরা যদি না দেয় ৬ মাস পরে তো থাকবে না। আমরা না দিলে তোমরা পারবে না।”