আজ কলকাতায় জেপি নাড্ডা, ভার্চুয়াল উদ্বোধন ৯ গেরুয়া কার্যালয়ের

কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা সেজে উঠেছে গেরুয়া পতাকায়। সঙ্গে নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডার পোস্টার, ফ্লেক্স, ফেস্টুন।

আজ কলকাতায় জেপি নাড্ডা, ভার্চুয়াল উদ্বোধন ৯ গেরুয়া কার্যালয়ের
ফাইল চিত্র।
Follow Us:
| Updated on: Dec 09, 2020 | 6:23 PM

কলকাতা: পাখির চোখ ২০২১ সালের বিধানসভা নির্বাচন। তা মাথায় রেখে বাংলা জুড়ে বিজেপির তুমুল তৎপরতা চোখে পড়ছে। কেন্দ্রীয় নেতাদের আনাগোনা লেগেই রয়েছে। বুধবারই কলকাতায় দু’ দিনের সফরে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। তাঁকে স্বাগত জানাতে সবরকম প্রস্তুতিও সেরে ফেলেছে গেরুয়া শিবির। কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলা সেজে উঠেছে গেরুয়া পতাকা, মোদী-শাহ-নাড্ডার পোস্টার, ফ্লেক্স, ফেস্টুনে। কলকাতার হেস্টিংসের কার্যালয় থেকে এদিন ৯টি দলীয় জেলা কার্যালয়ের ভার্চুয়াল উদ্বোধন করবেন নাড্ডা।

শেষ মুহূর্তের প্রস্তুতি বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে। দলের সর্বভারতীয় সভাপতির বক্তব্য শুনতে বসানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। চলছে হোমযজ্ঞ।

ভোটের বাদ্যি বেজে গিয়েছে বঙ্গে। একদিকে জেলায় জেলায় জনসভা করছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে কলকাতায় বাংলায় যাতায়াত শুরু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আবারও আসবেন তিনি। চলতি সপ্তাহেই এসেছিলেন কেন্দ্রের মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। এবার নাড্ডার সফর।