JP Nadda Calls Sukanta Majumdar : ‘সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান’, নবান্ন অভিযানের পর সুকান্তকে অভিনন্দন জেপি নাড্ডার
JP Nadda Calls Sukanta Majumder : মঙ্গলবার নবান্ন অভিযান ছিল বিজেপির। এই অভিযানের পর সুকান্ত মজুমদারকে ফোন করে অভিনন্দন জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
কলকাতা ও নয়া দিল্লি : মঙ্গলের নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র চেহারা নেয় হাওড়া ও কলকাতার বিস্তীর্ণ অংশ। বিজেপি দাবি করেছে, তাঁদের এই অভিযানে ভয় পেয়েছে শাসক দল। এবার এই অভিযান নিয়েই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ফোন করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপি সূত্রে খবর, গতকাল রাতেই সুকান্তকে ফোন করে এই অভিযানের জন্য অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, ‘মমতা সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যান।’
মঙ্গলবার বিজেপির তরফে নবান্ন ঘেরাও অভিযানে রাস্তায় নেমেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা। বিজেপির রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ডাকে সাড়া দিয়ে এই অভিযান সফল করতে কলকাতা ও হাওড়ায় এসে উপস্থিত হন বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকরা। এই অভিযান ঘিরে কলকাতা ও হাওড়ার বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন অশান্তি ও উত্তেজনার ছবি ধরা পড়েছে। গ্রেফতার হয়েছেন একাধিক হেভিওয়েট বিজেপি নেতাও। তার মধ্যে রয়েছে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহা ও সুকান্ত মজুমাদেরর মতো নেতারা। তবে রাতেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
নবান্নের দোরগোড়ায় পৌঁছনোর আগেই প্রিজ়ন ভ্যানে উঠতে হয়েছে একাধিক নেতাকে। পুলিশ রাস্তা খোদাই করে গার্ডরেল বসিয়ে বিজেপির এই অভিযানকে সর্বশক্তি দিয়ে প্রতিহত করেছে। ছুড়েঁছে জল কামানও। এই অভিযানের পর একাধিক রাজ্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তাঁদের এই অভিযানে ভয়ে পয়েছে শাসকদল। তাই এই অভিযানের জন্য এবার খোদ দিল্লি থেকে এল অভিনন্দন বার্তা। প্রসঙ্গত, রাজ্য সভাপতি পদে সুকান্ত মজুমদারের বর্ষপূর্তি রয়েছে সামনেই। তার আগে শাসক দলের বিরুদ্ধে বড় অভিযান করে বিজেপি নেতৃত্বের কাছে নিজেকে প্রমাণ করার পরীক্ষাও ছিল এটি। সেই পরীক্ষায় পাস না ফেল তা জানা না গেলেও কেন্দ্রীয় নেতৃত্বের থেকে অভিনন্দন পেলেন তিনি।