Justice Abhijit Ganguly: ‘ছিঃ ছিঃ ছিঃ…’, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে কড়া মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
Justice Abhijit Ganguly: দক্ষিণ ২৪ পরগনার এক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক একটি মামলা করেছিলেন। তারই শুনানি ছিল এদিন। গোসাবার ছোটমোল্লাখালি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে কানাই চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণে ২০০৮ সালে ৩ মাসের জন্য ছুটি নেন কানাইবাবু। তাঁর অভিযোগ ছুটির পর আর তাঁকে স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি।
কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বারবার আদালতে ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে রাজ্যকে। নিয়োগ প্রক্রিয়া নিয়েও বারবার উঠেছে প্রশ্ন। এবার ফের সরকারি স্কুলগুলোর অবস্থার নিন্দা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। পড়াশোনা ঠিকভাবে হচ্ছে না বলেই মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার হাইকোর্টে এক সরকারি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকের করা মামলা চলাকালীন কড়া মন্তব্য করেন বিচারপতি।
এদিন বিচারপতি স্পষ্টভাষায় বলেন, “এখন স্কুল বাদ দিয়ে ব্যবসা করা হয় ভর্ৎসনার সুরে তিনি বলেন, কী হচ্ছে এ রাজ্যে? সরকারি স্কুলে পড়াশোনা ঠিক ভাবে হচ্ছে না। ছিঃ ছিঃ ছিঃ। আগে সবাই জিন্দাবাদ জিন্দাবাদ করত, এখন অন্য কিছু করে।” তাঁর আরও মন্তব্য, “আমাকে আর কিছু বলতে বাধ্য করবেন না। ভগবান বৃদ্ধ হয়েছেন, গোলযোগ সইতে পারেন না।”
দক্ষিণ ২৪ পরগনার এক স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক একটি মামলা করেছিলেন। তারই শুনানি ছিল এদিন। গোসাবার ছোটমোল্লাখালি প্রাথমিক স্কুলে শিক্ষকতা করতে কানাই চট্টোপাধ্যায়। অসুস্থতার কারণে ২০০৮ সালে ৩ মাসের জন্য ছুটি নেন কানাইবাবু। তাঁর অভিযোগ ছুটির পর আর তাঁকে স্কুলে যোগ দিতে দেওয়া হয়নি। ২০১৪ সালে অবসর নেন তিনি। কিন্তু অবসরকালীন সুযোগ সুবিধা থেকে তাঁকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।