Calcutta High Court: হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই তুলে ফেলা হল ট্রামের ট্র্যাক! ক্ষুব্ধ বিচারপতি

Calcutta High Court: আদালতের নির্দেশ, হাইকোর্ট বা পরামর্শদাতা কমিটির অনুমতি না নিয়ে কী করে ট্র্যাক তুলে ফেলা হল বা সেই জায়গা বুজিয়ে দেওয়া হল, সেই ব্যাপারে সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে রাজ্যকে। আবার একইসঙ্গে বন্ধ রুটগুলির চালু করার ব্যাপারে কতদূর এগিয়েছে, তাও জানাতে হবে রাজ্যকে।

Calcutta High Court: হাইকোর্টের নির্দেশের তোয়াক্কা না করেই তুলে ফেলা হল ট্রামের ট্র্যাক! ক্ষুব্ধ বিচারপতি
কলকাতা হাইকোর্ট Image Credit source: Getty Images
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2024 | 9:02 AM

কলকাতা: কলকাতা হাইকোর্টের নির্দেশ অগ্রাহ্য করে কী করে বেশ কিছু রুটের ট্রামের ট্র্যাক তুলে ফেলা হল এবং সেই জায়গায় পিচ দিয়ে বুজিয়ে দেওয়া হলো তা নিয়ে ব্যাপক ক্ষুব্ধ হাইকোর্ট। শুধু তাই নয় মামলাকারীদের তরফে অভিযোগ করা হয়, পরামর্শদাতা কমিটিও বৈঠকে বসেনি। যা শুনে ক্ষুব্ধ প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বস্তুত,  শহরের রাস্তায় ট্রাম থাকবে কি না তা খতিয়ে দেখতে গত বছর ৭ অগস্ট হাইকোর্ট পরামর্শদাতা কমিটি গড়ে দিয়েছিল। তবে এ বছরের ৪ জা‍নুয়ারির পর আর সেই কমিটি কোনও বৈঠক করেনি। যা শুনেই বিস্মিত হন প্রধান বিচারপতি।

আদালতের নির্দেশ, হাইকোর্ট বা পরামর্শদাতা কমিটির অনুমতি না নিয়ে কী করে ট্র্যাক তুলে ফেলা হল বা সেই জায়গা বুজিয়ে দেওয়া হল, সেই ব্যাপারে সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে রাজ্যকে। আবার একইসঙ্গে বন্ধ রুটগুলির চালু করার ব্যাপারে কতদূর এগিয়েছে, তাও জানাতে হবে রাজ্যকে। আদালতের লিখিত বক্তব্য, যদি রাজ্যের ওই রিপোর্টে আদালত সন্তুষ্ট না হয়, তাহলে কঠোর নির্দেশ দিতে বাধ্য হবে ডিভিশন বেঞ্চ। এরপরেই আদালত পরামর্শদাতা কমিটি একবছর বৈঠকে না বসায় বিস্মিয় প্রকাশ করে। কেন এতদিন এই বৈঠক করা হয়নি তার লিখিত জবাব তলব করা হয়।

আদালতের আরও নির্দেশ, আগামী বছর ১৪ জানুয়ারি পরবর্তী শুনানিতে এই ব্যাপারে যাবতীয় রিপোর্ট দিতে হবে সব পক্ষকে। তার আগে ওই কমিটিকে বৈঠকে বসতে হবে। আদালতের বক্তব্য, ওই কমিটির বৈঠক করে ট্রাম নিয়ে তারা এতদিন কী পরামর্শ দিয়েছে বা কী পরিকল্পনা করেছে, সেই ব্যাপারে জানাতে হবে আদালতকে।