Jyotipriya Mallick: দেখা করতে পারছেন না পরিজনরা, এবার হাইকোর্টের দ্বারস্থ বালু

Jyotipriya Mallick: কয়েক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বালুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে রক্তচাপ অনেকটা কমে যাওয়ায় আইসিইউ-তে স্থানান্তর করা হয় তাঁকে। তারপর থেকে এসএসকেএম-এই রয়েছেন তিনি।

Jyotipriya Mallick: দেখা করতে পারছেন না পরিজনরা, এবার হাইকোর্টের দ্বারস্থ বালু
জ্যোতিপ্রিয় মল্লিকImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2023 | 5:47 PM

কলকাতা: প্রায় এক মাস ধরে জেলে বন্দি ছিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত নভেম্বর মাসে তাঁকে ফের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। সেই নির্দেশের বিরোধিতা করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন রেশন দুর্নীতিতে অভিযুক্ত মন্ত্রী। তাঁর দাবি, পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছেন না তিনি। এদিকে, মঙ্গলবারই রেশন দুর্নীতি মামলায় চার্জশিট পেশ করেছে ইডি, যাতে জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ রয়েছে।

কয়েক সপ্তাহ আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বালুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। পরে রক্তচাপ অনেকটা কমে যাওয়ায় আইসিইউ-তে স্থানান্তর করা হয় তাঁকে। তারপর থেকে এসএসকেএম-এই রয়েছেন তিনি। কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে অভিযুক্ত মন্ত্রীর জন্য। তাঁর কেবিনের বাইরে রাখা হয়েছে সিসিটিভি। ফলে মন্ত্রীর সঙ্গে কারা দেখা করতে যাচ্ছেন, তার ওপরে নজর থাকছে ইডি-র।

এই অবস্থায় আদালতের দ্বারস্থ হয়েছেন বালু। তাঁর দাবি, তিনি অসুস্থ। তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না তাঁর আত্মীয়রা। তাঁর কাছে যেতে পারছেন না আইনজীবীরা। বৃহস্পতিবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার ১৬২ পাতার যে চার্জশিট পেশ করেছে ইডি, সেখানে আরও একগুচ্ছ অভিযোগ উঠেছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে। প্রায় সাড়ে ৫০০ কোটির দুর্নীতির কথা বলেছে ইডি। অভিযোগ উঠেছে, ভুয়ো কৃষক সাজিয়ে আত্মসাৎ করা হত সরকারের টাকা। বালু মন্ত্রী থাকাকালীন এমন সব প্রতারণা হয়েছে বলেও দাবি তদন্তকারীদের।