KhadyaMela: খাই খাই কর কেন, এস বস আহারে! স্বাদে-গন্ধে এবার ছয়ে পা খাদ্যমেলার
KhadyaMela: এই 'পেট পুজো'র মেলাতে থাকছে বিভিন্ন খাবার মিলিয়ে প্রায় ৫০টি স্টল। মণ্ডামিঠাই থেকে বিরিয়ানি সবই থাকছে এই মেলায়। বিভিন্ন ধরনের মুখোরোচক স্ন্যাকস, মিষ্টি থেকে শুরু করে মোঘলাই খানা, পিঠেপুলি সবই পাবেন।
কলকাতা: বেহালা ক্লাব মাঠেই অনুষ্ঠিত হতে চলেছে খাদ্য মেলা। ৫ বছর পেরিয়ে ৬-এ পা দিতে চলেছে ‘পেট পুজো সিজন ৬’। এই জমজমাটি খাওয়া দাওয়ার মেলা শুরু হবে জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে। চলবে ৭ তারিখ পর্যন্ত। বিকেল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে এই মেলা।
এই ‘পেট পুজো’র মেলাতে থাকছে বিভিন্ন খাবার মিলিয়ে প্রায় ৫০টি স্টল। মণ্ডামিঠাই থেকে বিরিয়ানি সবই থাকছে এই মেলায়। বিভিন্ন ধরনের মুখোরোচক স্ন্যাকস, মিষ্টি থেকে শুরু করে মোঘলাই খানা, পিঠেপুলি সবই পাবেন।
শুধু জিভে জল না এক রাশ খাবারই নয়, থাকছে বিশেষ আকর্ষণও। এই চারদিন মেলা প্রাঙ্গণেই আয়োজিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শোনা যাবে লোকগীতি, রবীন্দ্রসঙ্গীত ছাড়াও বিভিন্ন স্বাদের গান।
শহরের নানা নামীদামি ব্র্যান্ড যামন ডমিনস, কেফসি, ওয়ও মোমো, হাজি সাহেব, কেভেন্টের, গো লেবানিজ, মৌচাক, ঢাকাই পিঠে পুলি, ফুচকামান, কোরিয়ান স্ট্রিট, ম্যাডাম এবং আরো অনেকে এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করবে। বিরিয়ানিপ্রেমীদের জন্যও থাকছে বিশেষ বিরিয়ানির বন্দোবস্ত। রয়েছে চাইনিজ, পাস্তা, ইন্দোনেশিয়ার খাবারেরও ব্যবস্থা। থাকছে বাহারি মিষ্টিও।
প্রত্যেক দিনই থাকছে বিশেষ বিশেষ চমক। তাই আপনি যদি খুব বেশি ভোজনরসিকই নাও হন, তাহলেও ঘুরে আসতে পারেন খাদ্যমেলা।