KMC parking fee: পার্কিং-ফি কাণ্ডের জের? বিভাগীয় ম্যানেজারকে বদলির নির্দেশিকা পুরনিগমের

KMC parking fee: চলতি মাসের শুরুতেই পুরনিগমের তরফ পার্কিং ফি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে গত ৭ এপ্রিল সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়।

KMC parking fee: পার্কিং-ফি কাণ্ডের জের? বিভাগীয় ম্যানেজারকে বদলির নির্দেশিকা পুরনিগমের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Apr 11, 2023 | 7:45 PM

কলকাতা: পার্কিং-কাণ্ডের জের! এবার কলকাতা পুরনিগমের পার্কিং বিভাগের ম্যানেজারকে বদলি করা হল অন্য বিভাগে। মঙ্গলবার কলকাতা পুরনিগমের পার্সোনেল বিভাগের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পার্কিং বিভাগের এতদিন ম্যানেজার ছিলেন অর্ঘ্য শিকদার। তাঁকে পাঠানো হল কলকাতা পুরনিগমের সমাজ কল্যাণ বিভাগে। তাঁর জায়গায় দায়িত্ব নিলেন অমিতাভ বড়ুয়া। তিনি বর্তমানে লাইসেন্স বিভাগের ম্যানেজার। কলকাতা পুরনিগমের পার্সোনেল বিভাগের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে অমিতাভ বড়ুয়া লাইসেন্স বিভাগের ম্যানেজারের পদের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পার্কিং বিভাগের ম্যানেজারের দায়িত্ব সামলাবেন।

গত কয়েকদিন ধরে পার্কিং নিয়ে যে বিতর্ক চলছে, তার জেরেই এই বদলি বলে মনে করছে প্রশাসনিক মহল। জানা গিয়েছে, গত ৮ মার্চ পার্সোনেল বিভাগের বিজ্ঞপ্তিতে সই করা হয়েছিল, কিন্তু সেটা প্রকাশ করা হয়নি। সেখানে পার্কিং বিভাগের কারও বদলির অর্ডার ছিল না। সূত্রের খবর, মঙ্গলবার সকালে মেয়র ফিরহাদ হাকিমের নির্দেশে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় পুরনো তারিখ দিয়ে। সেখানে পার্কিং বিভাগের ম্যানেজারকে বদলি করা হয়েছে। নতুন করে আর বিজ্ঞপ্তি লেখা হয়নি। কারণ সেক্ষেত্রে কমিশনারের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নিতে হয়। পার্সোনেল বিভাগের তরফে সই সাবুদ করানোর জটিলতাও ছিল। তাই আগের অর্ডারের সঙ্গে এটাকে যুক্ত করা হয়েছে বলে পুরনিগম সূত্রে খবর।

চলতি মাসের শুরুতেই পুরনিগমের তরফ পার্কিং ফি বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে গত ৭ এপ্রিল সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়। অর্থাৎ আবার আগের তালিকাই ফিরিয়ে আনা হয়। এই ইস্যুতে রাজনৈতিক চাপান-উতোরও কম হয়নি। তৃণমূলের তরফে দাবি করা হয়েছিল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফি বাড়ানোর। পরে মুখ্যমন্ত্রী জানতে পেরে মেয়রকে ফি কমানোর নির্দেশ দেন বলেও জানা যায়। সেই ঘটনার কয়েকদিন পরই এই বদলি।