উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ১২৩ চাকরিপ্রার্থী

বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে ১২৩ চাকরিপ্রার্থী
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Dec 24, 2020 | 2:56 PM

কলকাতা: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া  ( Upper Primary TET) বাতিলে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন ১২৩ জন মামলাকারী। আগামী ৪ জানুয়ারি সেই মামলার শুনানি হাইকোর্টে। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি।

প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর হাইকোর্ট ২০১৬ সালের উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ বাতিল করে দিয়েছে। প্যানেল থেকে মেধাতালিকা সমস্ত কিছু বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। বিচারপতি তাঁর রায়ে জানিয়েছেন, নিয়োগের জন্য যতগুলি প্রক্রিয়া চলছিল, সবগুলি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী দিনে কীভাবে এবং কতদিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, সে ব্যাপারে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করে দিয়েছে উচ্চ আদালত।

উল্লেখ্য ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। সেসময় শূন্যপদ ছিল ১৫ হাজারের মত। পরীক্ষার্থী ছিলেন ৫ লক্ষ ৪৩ হাজার। লোকসভা নির্বাচনের জন্য ওই বছর মার্চ মাসে পরীক্ষাগ্রহণ থমকে যায়। শেষমেশ ২০১৫ অগাস্টে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের টেট হয়।

আরও পড়ুন: কবিগুরুর সঙ্গে গুজরাট-যোগ স্থাপনে এত উৎসাহী কেন প্রধানমন্ত্রী? প্রশ্ন ব্রাত্যর

২০১৬ সালে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রশিক্ষিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য না ডেকে অপ্রশিক্ষিতদের ডাকা হয়েছে বলে কয়েকশো প্রার্থী হাইকোর্টে মামলা করেন। তারই রায় দেয় সিঙ্গল বেঞ্চ।

একনজরে উচ্চ প্রাথমিক নিয়োগপ্রক্রিয়া হালহকিকত

২০১৩ অফলাইন ফর্ম ফিলাপ। ২০১৪ সালে অনলাইন ফর্ম ফিলাপ। ২০১৫ সালে পরীক্ষা। ২০১৬ সালে ফল প্রকাশ। টেট পাশ করেন ১ লক্ষ ৮০ হাজার পরীক্ষার্থী। ২০১৬ সালের সেপ্টেম্বরে ভেরিফিকেশনের জন্য ফর্ম ফিলাপ করেন ৪৪০০০ চাকরিপ্রার্থী। ইন্টারভিউ হয় ২৮ হাজার ৯০০ জনের। প্যানেল নাম ওঠে ২৪ হাজার চাকরিপ্রার্থীর।