Kolkata Airport: মহিলার অন্তর্বাস ও গোপনাঙ্গ থেকে উদ্ধার সোনা
Kolkata Airport: বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধ্যে ৭টা ১৮ মিনিট নাগাদ বিমানে চড়ে সুদানের নাগরিক লামিস আব্দেলরাজেগ শরীফ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন।
কলকাতা: সুদান থেকে ফিরছিলেন মহিলা। কলকাতা বিমানবন্দরে নামার পর যথারীতি চলে চেকিং। তবে মহিলার হাবভাব ঠিক লাগেনি সেখানে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের। পরে তল্লাশি চালাতেই চক্ষুচড়কগাছ জোগাড়। বিদেশি ওই মহিলা নাগরিকের অন্তর্বাস ও গোপনাঙ্গে সোনা! যা দেখে রীতিমতো হতবাক নিরাপত্তারক্ষীরা। তবে ওই মহিলার শরীরে আবও সোনা লুকিয়ে রাখা হয়েছে তেমনটাই সন্দেহ করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, শনিবার সন্ধ্যে ৭টা ১৮ মিনিট নাগাদ বিমানে চড়ে সুদানের নাগরিক লামিস আব্দেলরাজেগ শরীফ কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন। এরপর বিমানবন্দরে নিযুক্ত অভিবাসন দফতরের আধিকারিকরা পাসপোর্ট ভিসা দেখার চেক করেন তাঁর। পরবর্তীতে কলকাতায় প্রবেশের অনুমতি দেন তাঁরা। এরপর অনুমতি নিয়ে ওই মহিলা যাত্রী বিমানবন্দরের গ্রীন চ্যানেল ক্রস করেন।
সেই সময়ই শুল্ক দফতরের এয়ার ইন্টালিজেন্স ইউনিটের আধিকারিকদের সন্দেহ হয় মহিলার চলাফেরায়। তখনই ওই মহিলাকে আটক করেন তাঁরা। এরপরে চলে জিজ্ঞাসাবাদ। কথায় অসঙ্গতি থাকায় মহিলা আধিকারিকেরা তল্লাশি চালায়। তখনই বেরিয়ে আসে সোনা। অন্তর্বাসের ভিতরে দু’টি প্যাকেট উদ্ধার করেন গোয়েন্দারা।
যার মধ্যে সোনার গুঁড়ো উপস্থিতি লক্ষ্য করে। পরবর্তী সময়ে দুটি সোনার গুড়ো ভর্তি ক্যাপসুল গোপনাঙ্গের ভিতর থেকে উদ্ধার করে, মহিলাকে জিজ্ঞাসাবাদ করে শুল্ক দফতরের আধিকারিকেরা জানতে পারে শরীরের ভেতরে আরও ক্যাপসুলের উপস্থিতিও রয়েছে তাঁর। এরপরেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে ভিআইপি রোডের ধারে বেসরকারি হাসপাতালে সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এই মুহূর্তে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন।
গোয়েন্দা সূত্রে খবর, অন্তর্বাস থেকে মোট ১ হাজার ৯৩০ গ্রাম সোনা উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য ৯৬ লক্ষ ১২ হাজার ৪৪৬ টাকা।