Atin Ghosh: অতীনের গাড়িতে সরকারি বাসের ধাক্কা! পুরসভায় যাওয়ার মুখে বড় দুর্ঘটনার কবলে ডেপুটি মেয়র
Atin Ghosh: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীনের গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস। সেই সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন তিনি।

কলকাতা: সরকারি বাসের ধাক্কার মুখে খোদ সরকার। সোমবার কলকাতা পুরসভার বাজেট অধিবেশনে যোগ দিতে বাড়ি থেকে রওনা দিয়েছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। কিন্তু তার আগেই তালতলার সুরেন্দ্রনাথ ব্যানার্জি রোডে তার উপর দিয়ে বয়ে গেল বড় বিপত্তি। সড়ক দুর্ঘটনার শিকার শাসক নেতা তথা কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অতীনের গাড়িতে এসে সরাসরি ধাক্কা মারে একটি সরকারি বাস। সেই সময় গাড়ির সামনের সিটেই বসেছিলেন তিনি। গাড়িটি ঘোরানোর সময়ই তাতে এসে ধাক্কা মারে সেই বাসটি। যার জেরে দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। তবে অল্পের জন্যই প্রাণে বাঁচেন ডেপুটি মেয়র।
এই প্রসঙ্গে ডেপুটি মেয়র জানান, তিনি সুস্থ রয়েছেন। আপাতত বাজেট অধিবেশনেই প্রবেশ করছেন তিনি।
দিন কয়েক আগেই একই ভাবে পথদুর্ঘটনার শিকার হন খোদ প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন তিনি। রাতে কলকাতায় একটু ‘হাওয়া খেতে’ বেরিয়ে ছিলেন তারা। আর তখনই ঘটে বিপত্তি। অভিযোগ, পথেই একটি কালো রঙের চার চাকা গাড়ি প্রথমে তাঁদের পিছু নেয়। তারপর ধাওয়া করা শুরু করে। প্রাক্তন মেয়রের গাড়িতে এক-দু’বার ধাক্কাও নাকি মেরে দিচ্ছিল তারা। শেষে গিয়ে ধাক্কা মারে তাদের সিকিউরিটির গাড়িতে।
সূত্রের খবর, সেই ধাওয়া করা গাড়ির ভিতরে ছিল দু’জন নাবালক। সম্ভবত মাধ্য়মিক পরীক্ষার্থী তারা। পরীক্ষা শেষেই ‘মনে আনন্দ’ নিয়ে ঘুরতে বেরিয়েছিল। এই প্রসঙ্গে শোভন জানিয়েছিলেন, ‘ওরা চেজ করছিল, সেটা সর্বপ্রথম আমাদের সিকিউরিটিরা দেখেন। এরপর এসকর্ট গাড়ি আমাদের গাড়িটিকে কভার করতেই, ওই কালো গাড়িটি ওভারটেক করে বেরতে গিয়েই এসকর্ট গাড়িতে ধাক্কা মারে তারা।’
পর পর দু’টি ভিন্ন ঘটনা। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে, শহরের রাস্তায় যেখানে বিশিষ্টরা সুরক্ষিত নয়। সেখানে কোন নিরাপত্তা নিয়ে চলা-ফেরা করবে সাধারণ মানুষ?





