এবার কেষ্টপুরে বিধ্বংসী আগুন, ভস্মীভূত বস্তির সাতটি ঘর
কেষ্টপুরের মিশন বাজারে বিধ্বংসী আগুন। ইতিমধ্যেই ভস্মীভূত বেশ সাতটি ঝুপড়ি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন।
কলকাতা: বাগবাজারের আগুনের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি শহর। এরইমধ্যে ফের আগুন কেষ্টপুরে। কেষ্টপুরের মিশন বাজারে বিধ্বংসী আগুন। ইতিমধ্যেই ভস্মীভূত বেশ সাতটি ঝুপড়ি বাড়ি। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। ঘটনাস্থলে স্থানীয় বিধায়ক পূর্ণেন্দু বসু।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রান্না করার সময়ে আগুন লেগেছে। শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না দমকলকর্মীরা। স্থানীয়দের কথায়, প্রথমে একটি বাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সেটিকে নেভানোর আগেই ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। নিমেশের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
দমকল এসে পৌঁছানোর আগেই প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করেন ঝুপড়িবাসীরা। নর্দমার থেকে জল তুলে আগুন নেভাতে থাকেন তাঁরা। ঝুপড়িবাসীদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়। স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, জল গরম করতে কেউ ওয়াটার হিটার ব্যবহার করছিলেন। তা থেকে শর্ট সার্কিট হয়ে আগুন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: ‘আমি বেসুরো নই, লক্ষ্মী-রাজীবকেও বলেছি মমতার সঙ্গে থেকেই লড়তে হবে’, সুর নরম প্রসূনের
আপাতত দমকল কর্মীরা পকেট ফায়ার নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেঁয়ে গিয়েছে।